Ajker Patrika

অভিষেকেই ম্যাচসেরা বার্টলেট পরের ম্যাচেই বিশ্রামে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৩
অভিষেকেই ম্যাচসেরা বার্টলেট পরের ম্যাচেই বিশ্রামে

আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন জাভিয়ের বার্টলেট। তাঁর আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের সহজ হয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

মেলবোর্নে ১৭ রানে ৪ উইকেট নেওয়া বার্টলেট তাই পরের ম্যাচেও প্রতিপক্ষকে ধসিয়ে দেবেন এমন লক্ষ্যই হয়তো করেছিলেন। তবে এমনটা আশা করে থাকলে তাঁকে অপেক্ষা করতে হবে। কেননা, দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত পেসারকে বিশ্রাম দিয়ে আজ এক বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তৃতীয় ওয়ানডেতে তাঁর ফেরার সম্ভাবনা আছে। 

বার্টলেটকে হয়তো লম্বা রেসের ঘোড়া মনে করছে সিএ। তা ছাড়া কিছুদিন আগে নিজেও পিঠের চোট থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। গতকাল ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় সে বিষয়ে বলেছেন, ‘বছরের শুরুতে চোট পড়েছিলাম। এর ফলে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাইনি, সময়টা হতাশার ছিল।’ 

বার্টলেট এক ম্যাচের জন্য থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। বিশ্বকাপের পর থেকে টানা খেলছেন হেড। সম্প্রতি সময়টাও তাঁর ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১১৯ রান করে ম্যাচ-সেরা হওয়া বাঁহাতি ব্যাটার ব্রিসবেন টেস্টে মেরেছিলেন কিং পেয়ার। দুই ইনিংসেই প্রথম বলে আউট হন তিনি। এরপর প্রথম ওয়ানডেতে ৪ রানের বেশি করতে পারেননি। 

হেডের বিকল্প কারও নাম ঘোষণা না করা হলেও বার্টলেটের বিশ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পেয়েছেন জশ হ্যাজলউড। সঙ্গে বিগব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি পেসার স্পেনসার জনসনকেও তৃতীয় ওয়ানডের জন্য ডাকা হয়েছে। আর হেডের জায়গায় আগামীকাল সিডনিতে অভিষেক হতে পারে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত