Ajker Patrika

রাশমিকার প্রিয় ক্রিকেটার কোহলি 

আপডেট : ০১ মে ২০২৩, ১৭: ৫৬
রাশমিকার প্রিয় ক্রিকেটার কোহলি 

বিরাট কোহলির জনপ্রিয়তা কেমন, তা আর হয়তো নতুন করে না বললেও চলছে। মাঠের ক্রিকেট, সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই ভারতীয় এই ব্যাটার বেশ জনপ্রিয়। ভারতের অন্যতম বিখ্যাত নায়িকা রেশমিকা মান্ধানারও প্রিয় ক্রিকেটার কোহলি। 

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন কোহলি। ৮ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৩৩৩ রান। গড় ৪৭.৫৭ ও স্ট্রাইক রেট ১৪২.৩১। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে ভারতীয় এই ব্যাটার। দুর্দান্ত ছন্দে থাকা কোহলিকেই নিজের প্রিয় ক্রিকেটার বললেন রাশমিকা। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারের আইপিএলে ভারতীয় এই নায়িকার প্রিয় দল। স্টার স্পোর্টসের টুইট করা এক ভিডিওতে রেশমিকা বলেন, ‘আমি কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে এসেছি। আমাদের একটা স্লোগান আছে, ‘এ সালা কাপ নামদে।’ আমার মতে, ‘সেভাবেই তারা এগোচ্ছে। আশা করি, এবারের আইপিএলে আরসিবির ম্যাচ দেখতে পারব। বিরাট স্যার তো অসাধারণ।’ 

এ ছাড়া কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩ হাজার ১৫ রান। আর এবারের আইপিএলে সেরা চারে ওঠার লড়াইয়ে দারুণ খেলছে বেঙ্গালুরু। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে বেঙ্গালুরু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত