একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে পাকিস্তান! প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হার।হতাশ হয়ে দলের সেরা ব্যাটার বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়। এখানেই শেষ নয়, প্রথম টেস্টের ভেন্যু মুলতানে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ৩ স্পিনার খেলাবে পাকিস্তান। আর টেস্ট খেলা হবে প্রথম টেস্টের উইকেটেই!
শেষের দুটি সিদ্ধান্ত টেস্ট জেতার মরিয়া প্রচেষ্টা হিসেবেই হয়তো নেওয়া হয়েছে। প্রথম টেস্টে বিব্রতকর হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হতাশ হয়ে জানিয়েছিলেন, ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য তাঁর দলের বোলারদের নেই! তাই দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই স্ট্রাইক পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। নেওয়া হয়েছে তিন স্পিনার—বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ এবং অফ স্পিনার সাজিদ খানকে। অভিষেকের প্রত্যাশা নিয়ে দলে ঢোকা কামরান গুলামও স্পিন অলরাউন্ডার। পেস বোলার বলতে আছেন শুধু অলরাউন্ডার আমের জামাল।
তো হঠাৎ পেস থেকে পাকিস্তানের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কী! প্রথম টেস্টে ব্যর্থতাই যদি বাবর-শাহিন-নাসিমদের বাদ পড়ার কারণ হয়, তাহলে এই প্রশ্নটাও আসে—মুলতানে প্রথম টেস্টে স্বাগতিক স্পিনাররাও কি খুব বেশি ভালো করেছেন? উত্তরটা ‘না’ হলেও স্পিনারদের ওপরই আস্থা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কারণ, মুলতানের সেই পিচে পেসারদের জন্য কিছুই ছিল না। তবে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যাতে স্পিনাররা কিছু করতে পারেন, সে জন্য প্রথম টেস্টের পিচটাকেই দ্বিতীয় টেস্টে ব্যবহারের সিদ্ধান্ত আয়োজকদের।
এই সিদ্ধান্ত জানার পর পিচ পরখ করেছেন ইংল্যান্ডের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের অজি কোচ জেসন গিলেস্পি।পাঁচ দিন খেলার পর উইকেটে ছোটখাটো ফাটল যে ধরবেই, সেটি কে না জানে! তার সুবিধা নিতেই একই পিচে দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। এর সঙ্গে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়ে পাকিস্তানের মাঠে নামার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, স্পিনে ইংলিশদের ঘায়েল করতে চায় তারা!
পাকিস্তান তাতে সফল হবে কি না, সেটা সময়ই বলবে, তবে এই টেস্ট দিয়ে প্রায় দুই মাস পর টেস্টে ফিরছেন বেন স্টোকস! অধিনায়ককে ফিরে পাওয়া—এগিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডের জন্য এটাও আরেক অনুপ্রেরণা।
একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে পাকিস্তান! প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হার।হতাশ হয়ে দলের সেরা ব্যাটার বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়। এখানেই শেষ নয়, প্রথম টেস্টের ভেন্যু মুলতানে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ৩ স্পিনার খেলাবে পাকিস্তান। আর টেস্ট খেলা হবে প্রথম টেস্টের উইকেটেই!
শেষের দুটি সিদ্ধান্ত টেস্ট জেতার মরিয়া প্রচেষ্টা হিসেবেই হয়তো নেওয়া হয়েছে। প্রথম টেস্টে বিব্রতকর হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হতাশ হয়ে জানিয়েছিলেন, ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য তাঁর দলের বোলারদের নেই! তাই দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই স্ট্রাইক পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। নেওয়া হয়েছে তিন স্পিনার—বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ এবং অফ স্পিনার সাজিদ খানকে। অভিষেকের প্রত্যাশা নিয়ে দলে ঢোকা কামরান গুলামও স্পিন অলরাউন্ডার। পেস বোলার বলতে আছেন শুধু অলরাউন্ডার আমের জামাল।
তো হঠাৎ পেস থেকে পাকিস্তানের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কী! প্রথম টেস্টে ব্যর্থতাই যদি বাবর-শাহিন-নাসিমদের বাদ পড়ার কারণ হয়, তাহলে এই প্রশ্নটাও আসে—মুলতানে প্রথম টেস্টে স্বাগতিক স্পিনাররাও কি খুব বেশি ভালো করেছেন? উত্তরটা ‘না’ হলেও স্পিনারদের ওপরই আস্থা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কারণ, মুলতানের সেই পিচে পেসারদের জন্য কিছুই ছিল না। তবে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যাতে স্পিনাররা কিছু করতে পারেন, সে জন্য প্রথম টেস্টের পিচটাকেই দ্বিতীয় টেস্টে ব্যবহারের সিদ্ধান্ত আয়োজকদের।
এই সিদ্ধান্ত জানার পর পিচ পরখ করেছেন ইংল্যান্ডের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের অজি কোচ জেসন গিলেস্পি।পাঁচ দিন খেলার পর উইকেটে ছোটখাটো ফাটল যে ধরবেই, সেটি কে না জানে! তার সুবিধা নিতেই একই পিচে দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। এর সঙ্গে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়ে পাকিস্তানের মাঠে নামার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, স্পিনে ইংলিশদের ঘায়েল করতে চায় তারা!
পাকিস্তান তাতে সফল হবে কি না, সেটা সময়ই বলবে, তবে এই টেস্ট দিয়ে প্রায় দুই মাস পর টেস্টে ফিরছেন বেন স্টোকস! অধিনায়ককে ফিরে পাওয়া—এগিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডের জন্য এটাও আরেক অনুপ্রেরণা।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩২ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে