‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল রোহিত শর্মার পারফরম্যান্স ছিল এমনই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয় এনে দেওয়া ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরা। তবে একটা পরিসংখ্যানের দিকে তাকালে হয়তো মন খারাপ হবে রোহিতের, যে তালিকায় ভারতীয় এই ব্যাটার সবার পেছনে।
দিল্লির দেওয়া ১৭৩ রান তাড়া করতে নেমে গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। ২৯ বলে ফিফটি করেন মুম্বাইয়ের অধিনায়ক। আইপিএলের ৪১তম ফিফটি তুলে নেন তিনি। ৪৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রান করেন এই ওপেনার। ফিফটি করার এই তালিকায় সবচেয়ে পেছনে রোহিত। ২৪ ইনিংস পর ফিফটি পেয়েছেন আইপিএলে, যা ওপেনারদের মধ্যে টুর্নামেন্টে টানা লম্বা সময় ফিফটি না পাওয়ার রেকর্ড। ২০২১ এর এপ্রিলে পাঞ্জাব কিংসের বিপক্ষে সবশেষ ফিফটি পেয়েছিলেন তিনি।
রোহিতের পর আইপিএলে টানা ফিফটি না পাওয়া ওপেনারদের তালিকায় আছেন আরও দুই ভারতীয়। মায়াঙ্ক আগারওয়াল ও মুরলি বিজয় ২১ ও ২০ ইনিংস টুর্নামেন্টে ফিফটির দেখা পাননি।
আইপিএলে টানা ফিফটি না করা ওপেনার:
২৪ ইনিংস: রোহিত শর্মা (২০২১-২৩)
২১ ইনিংস: মায়াঙ্ক আগারওয়াল (২০১১-১৫)
২০ ইনিংস: মুরলি বিজয় (২০১৪-১৬)
‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল রোহিত শর্মার পারফরম্যান্স ছিল এমনই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয় এনে দেওয়া ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরা। তবে একটা পরিসংখ্যানের দিকে তাকালে হয়তো মন খারাপ হবে রোহিতের, যে তালিকায় ভারতীয় এই ব্যাটার সবার পেছনে।
দিল্লির দেওয়া ১৭৩ রান তাড়া করতে নেমে গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। ২৯ বলে ফিফটি করেন মুম্বাইয়ের অধিনায়ক। আইপিএলের ৪১তম ফিফটি তুলে নেন তিনি। ৪৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রান করেন এই ওপেনার। ফিফটি করার এই তালিকায় সবচেয়ে পেছনে রোহিত। ২৪ ইনিংস পর ফিফটি পেয়েছেন আইপিএলে, যা ওপেনারদের মধ্যে টুর্নামেন্টে টানা লম্বা সময় ফিফটি না পাওয়ার রেকর্ড। ২০২১ এর এপ্রিলে পাঞ্জাব কিংসের বিপক্ষে সবশেষ ফিফটি পেয়েছিলেন তিনি।
রোহিতের পর আইপিএলে টানা ফিফটি না পাওয়া ওপেনারদের তালিকায় আছেন আরও দুই ভারতীয়। মায়াঙ্ক আগারওয়াল ও মুরলি বিজয় ২১ ও ২০ ইনিংস টুর্নামেন্টে ফিফটির দেখা পাননি।
আইপিএলে টানা ফিফটি না করা ওপেনার:
২৪ ইনিংস: রোহিত শর্মা (২০২১-২৩)
২১ ইনিংস: মায়াঙ্ক আগারওয়াল (২০১১-১৫)
২০ ইনিংস: মুরলি বিজয় (২০১৪-১৬)
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৮ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৮ ঘণ্টা আগে