Ajker Patrika

আইপিএলের মাঝে ভারতীয় ক্রিকেটারকে হত্যার হুমকি, ১ কোটি রুপি দাবি

ক্রীড়া ডেস্ক    
হত্যার হুমকি পেয়েছেন মোহাম্মদ শামি। ছবি: ক্রিকইনফো
হত্যার হুমকি পেয়েছেন মোহাম্মদ শামি। ছবি: ক্রিকইনফো

২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।

শামিকে মেইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার গত রাতের প্রতিবেদনে জানা গেছে। ভারতীয় এই পেসার হত্যার হুমকি পেয়েছেন পরশু। এ বিষয়ে উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গতকাল এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপারের নির্দেশে এফআইআর করা হয়েছে। এফআইআর নিবন্ধন করা হয়েছে শামির ভাই হাসিবের নামে। হুমকিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজপুত সিন্দারের নাম।

এফআইআর অনুযায়ী, মেইলে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে এক কোটি রুপিও দাবি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ৩০৮ সেকশনের চার নম্বর ধারা এবং ২০০৮ তথ্যপ্রযুক্তির সংশোধিত আইনের ৬৬ডি ও ৬৬ই সেকশনের অধীনে করা এফআইআর করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।

এবারের আইপিএলে শামি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৯ ম্যাচে ১১.২৩ ইকোনমিতে পেয়েছেন ৬ উইকেট। তবে তাঁর দল আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে দিল্লি ক্যাপিটালস-হায়দরাবাদ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ১১ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ৭। বাকি ম্যাচগুলো জিতলেও প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দলটির। হায়দরাবাদের আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসও ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত