Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে দেওয়া অশ্বিনকে ‘বিজ্ঞানী’ বললেন শেবাগ

বাংলাদেশকে হারিয়ে দেওয়া অশ্বিনকে ‘বিজ্ঞানী’ বললেন শেবাগ

সামাজিক মাধ্যম সরব রাখতে বীরেন্দ্র শেবাগের জুড়ি মেলা ভার। হাস্যরসাত্মক স্ট্যাটাস দিয়ে প্রায়ই আসেন লাইমলাইটে। শ্বাসরুদ্ধকর বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের নায়ক রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মজাদার এক টুইট করলেন শেবাগ।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৪ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেট। সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অশ্বিন। ৪২ রানের অপরাজিত ইনিংস ও ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ভারতীয় এই স্পিনারকে ‘বিজ্ঞানী’ আখ্যা দিয়ে টুইট করেন শেবাগ। যেখানে অশ্বিনের পরনে ছিল অ্যাপ্রন এবং এই স্পিনার ল্যাবে কাজ করছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে শেবাগ লিখেছেন, ‘বিজ্ঞানী এই কাজটা করেছে। কেউ একজন কাজটা করে দেখাল। অসাধারণ ইনিংস অশ্বিনের এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে দারুণ জুটি গড়েছে।’

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন অশ্বিন। ৫৬ গড়ে ১ ফিফটিতে করেছেন ১১২ রান। চট্টগ্রামে প্রথম টেস্টে ৫৮ রানের ইনিংস খেলেন। দুই টেস্টে ৩৫.১৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। আর সাদা পোশাকে ১০৪ ম্যাচ খেলেন শেবাগ। ৪৯.৩৬ গড়ে করেন ৮৫৮৬ রান। ২৩ সেঞ্চুরি ও ৩২ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত