Ajker Patrika

তরুণ বোলারের ওপর চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড 

তরুণ বোলারের ওপর চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে থেকেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তার নাম। 

দলে থেকেও আবরারের খেলতে না পারার কারণ হিসেবে জানা যাচ্ছে, তার ওপর ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতটাই ক্ষুব্ধ পিসিবি যে বড় রকমের শাস্তির মুখে পড়তে পারেন ২৫ বছর বয়সী স্পিনার। 

কী করেছেন আবরার যার কারণে এত ক্ষুব্ধ পিসিবি? বার্তা সংস্থা পিটিআইয়ের দাবি, নিজের চোট নিয়ে বোর্ডের চিকিৎসকদের পরামর্শকে গুরুত্বই দেননি আবরার। চলেছেন নিজের খেয়াল খুশি মতো। 

ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন আবরার। পিঠের নিচের অংশ থেকে দুই পায়ে নামা স্নায়ু পর্যন্ত যন্ত্রণার কথা দলের চিকিৎসকদের জানিয়েছিলেন। সে মোতাবেক তাকে চিকিৎসার পরামর্শও দেওয়া হয়। বিশ্বকাপ শেষ হওয়ার পরও সুস্থ হওয়ার যথেষ্ট সময় পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হোন আবরার। পিসিবির কর্মকর্তাদের দাবি, নিজের স্বেচ্ছাচারিতার কারণে সময় পেয়েও নিজেকে সুস্থ করে তুলতে পারেননি আবরার। দলের ফিজিও থেকে শুরু করে ট্রেইনার, সবার প্রতিবেদনই গেছে আবরারের বিরুদ্ধে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন, এমন ধারণা থেকে দলে রাখা হয়েছিল আবরারকে। কিন্তু সুস্থ হতে ব্যর্থ হওয়ায় তার ওপর এতটাই বিরক্ত হয়েছে পিসিবি যে নিউজিল্যান্ড সফর থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয় দেশে। আবরারকে কঠোর শাস্তি দিয়ে বাকিদের কাছে শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ রাখতে চায় পিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত