Ajker Patrika

হঠাৎ সোফায় কেন ঘুষি মারলেন কোহলি 

হঠাৎ সোফায় কেন ঘুষি মারলেন কোহলি 

২০২৩ বিশ্বকাপটা বিরাট কোহলির কাছে কাটছে অসাধারণ। এরই মধ্যে করে ফেলেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ছন্দে থাকা কোহলিকে আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। কারণ কোহলি তো কোহলি। রানের জন্য যে তাঁর তীব্র ক্ষুধা।

ইংল্যান্ডের বিপক্ষে আজ বরাবরের মতো তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন কোহলি। শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকা ভারতীয় ব্যাটার আউট হয়ে গেছেন দ্রুতই। সপ্তম ওভারের পঞ্চম বলে ডেভিড উইলিকে তুলে মারতে যান কোহলি। হাওয়ায় ভেসে যাওয়া বল মিড অফে সহজে তালুবন্দী করেছেন বেন স্টোকস। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি, যা ভারতীয় এই ব্যাটারের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ডাক। ডাক মারার পর ড্রেসিংরুমের সোফায় সজোরে ঘুষি মেরেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের ঘুষি মারার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। 

অবশ্য প্রথম ৫ ম্যাচে কোহলির ৩টা সেঞ্চুরি হতেই পারত। যেখানে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করে তিনি আউট হয়েছেন। আর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন ৯৫ রান করে। ৬ ম্যাচে কোহলি এখন পর্যন্ত করেছেন ৩৫৪ রান। গড় ও স্ট্রাইক রেট দুটোই ৮৮.৫০। কোহলির রান না করার দিনে এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে ভারত। ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ২৮ ওভারে ৬ উইকেটে ৯৮ রান করেছে ইংলিশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত