নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই জয়কে এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে প্রিয় ফরম্যাটের সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জ্যোতি।
মিরপুরে আজ দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পরই সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমাদের এগিয়ে রাখব।’
ছেলেদের দলের মতো বাংলাদেশে মেয়েরাও ওয়ানডেতে অন্য ফরম্যাটের চেয়ে বেশ ভালো খেলে। তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘আমরা এই (ওয়ানডে) সংস্করণটা অনেক ভালো খেলি। দল হিসেবে আমার কাছে মনে হয়, আমরা অনেক আত্মবিশ্বাসীও থাকি। ওয়ানডেতে সময়টা বেশি থাকে, হিসাব করে খেলা যায়। দ্বিতীয়ত, যেহেতু আমাদের লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে। সবাই থিতু হতে সময় নিতে পছন্দ করে। আমার মনে হয়, ইতিবাচক ক্রিকেট খেলারই সবার মানসিকতা থাকবে।’
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে, সুযোগ পেয়েও হাতছাড়া করে স্বাগতিকেরা। শেষ ম্যাচে ৪ উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডেতে টি-টোয়েন্টি সিরিজের মতো ভুল করতে চান না জ্যোতি। জয় দিয়েই সিরিজ শুরু করার ইঙ্গিত দিলেন, ‘আমার কাছে মনে হয়, ইতিমধ্যে আমরা ওই পর্বটা পার করে চলে এসেছি, জিততে জিততে হারলাম আবার একটা ম্যাচ জিতলাম। দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার এটাই প্রত্যাশা থাকবে–প্রথম থেকেই যেন আর ভুল না করি। এই সিরিজের প্রথম ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’
শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই জয়কে এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে প্রিয় ফরম্যাটের সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জ্যোতি।
মিরপুরে আজ দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পরই সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমাদের এগিয়ে রাখব।’
ছেলেদের দলের মতো বাংলাদেশে মেয়েরাও ওয়ানডেতে অন্য ফরম্যাটের চেয়ে বেশ ভালো খেলে। তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘আমরা এই (ওয়ানডে) সংস্করণটা অনেক ভালো খেলি। দল হিসেবে আমার কাছে মনে হয়, আমরা অনেক আত্মবিশ্বাসীও থাকি। ওয়ানডেতে সময়টা বেশি থাকে, হিসাব করে খেলা যায়। দ্বিতীয়ত, যেহেতু আমাদের লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে। সবাই থিতু হতে সময় নিতে পছন্দ করে। আমার মনে হয়, ইতিবাচক ক্রিকেট খেলারই সবার মানসিকতা থাকবে।’
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে, সুযোগ পেয়েও হাতছাড়া করে স্বাগতিকেরা। শেষ ম্যাচে ৪ উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডেতে টি-টোয়েন্টি সিরিজের মতো ভুল করতে চান না জ্যোতি। জয় দিয়েই সিরিজ শুরু করার ইঙ্গিত দিলেন, ‘আমার কাছে মনে হয়, ইতিমধ্যে আমরা ওই পর্বটা পার করে চলে এসেছি, জিততে জিততে হারলাম আবার একটা ম্যাচ জিতলাম। দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার এটাই প্রত্যাশা থাকবে–প্রথম থেকেই যেন আর ভুল না করি। এই সিরিজের প্রথম ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে