আজকের পত্রিকা ডেস্ক
ঘরের মাঠে সাত মাস পর দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দল এবার খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে।
বিসিবি সূত্রে জানা গেছে, সাদা বলের দুই সংস্করণের (ওয়ানডে, টি–টোয়েন্টি) সিরিজ খেলতে ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলায় টানা চার দিন চলবে অনুশীলন। ২৭ নভেম্বর মিরপুরেই শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৩ ডিসেম্বর ঢাকা থেকে সিলেটে যাবে দুই দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ সিলেটে শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। শেষ দুই টি-টোয়েন্টি হবে ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি জ্যোতিরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও এরপর টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা।
ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ খেলেছে এ বছরের মে মাসে ভারতের বিপক্ষে। সিলেটে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছিল জ্যোতির দল। সাত মাস পর যখন আবার ঘরের মাঠে সিরিজ, বাংলাদেশের মেয়েরা তাই আঁটঘাঁট বেঁধেই তৈরি হচ্ছে। মিরপুরে গত কয়েক দিন ধরেই বাংলাদেশি নারী ক্রিকেট দল তাদের প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ আইয়ান ডুরান্টের অধীনে ফিটনেস নিয়ে অনুশীলন করছে। গতকালও ঘণ্টাব্যাপী অনুশীলন হয়েছে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট
ঘরের মাঠে সাত মাস পর দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দল এবার খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে।
বিসিবি সূত্রে জানা গেছে, সাদা বলের দুই সংস্করণের (ওয়ানডে, টি–টোয়েন্টি) সিরিজ খেলতে ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলায় টানা চার দিন চলবে অনুশীলন। ২৭ নভেম্বর মিরপুরেই শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৩ ডিসেম্বর ঢাকা থেকে সিলেটে যাবে দুই দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ সিলেটে শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। শেষ দুই টি-টোয়েন্টি হবে ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি জ্যোতিরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও এরপর টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা।
ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ খেলেছে এ বছরের মে মাসে ভারতের বিপক্ষে। সিলেটে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছিল জ্যোতির দল। সাত মাস পর যখন আবার ঘরের মাঠে সিরিজ, বাংলাদেশের মেয়েরা তাই আঁটঘাঁট বেঁধেই তৈরি হচ্ছে। মিরপুরে গত কয়েক দিন ধরেই বাংলাদেশি নারী ক্রিকেট দল তাদের প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ আইয়ান ডুরান্টের অধীনে ফিটনেস নিয়ে অনুশীলন করছে। গতকালও ঘণ্টাব্যাপী অনুশীলন হয়েছে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে