এই একটা জায়গায় শক্তিশালী ভারত ও পাকিস্তানের সঙ্গে একই কাতারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি এশিয়ার এই তিন দল। এই তালিকায় ছিল শ্রীলঙ্কাও। তবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতে ব্যর্থদের এই তালিকা থেকে নাম কাটিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।
এবার কি ভারতের নাম কাটানোর পালা! সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের দুই টেস্টের সিরিজ। সফরকারী ভারতের লক্ষ্য ওই একটাই—‘দ্য লাস্ট ফ্রন্টিয়ার’ জয়। যে কয়টি দেশে টেস্ট খেলেছে ভারত, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিই অজেয় হয়ে আছে তাদের কাছে। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে দেওয়ার পর বড় আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। এই সেঞ্চুরিয়নেই প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়েও গিয়েছিল কোহলির দল। তবে পরের দুটি ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকা হতাশ করে ভারতকে।
অজেয় থাকার সেই রেকর্ড কি সহজে হারাতে চাইবে দক্ষিণ আফ্রিকা! আগের দিন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেই দিলেন, ‘এ রেকর্ড অক্ষত রাখার ক্ষেত্রে অনেক গর্ব আছে। ভারতকে এটি আরও বেশি উজ্জীবিত করবে, ফলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
এর আগের সফরে প্রথম টেস্ট জেতার পরও ভারতের সিরিজ জয়ের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন যিনি, সেই ডিন এলগারের এটাই শেষ সিরিজ। সাফল্যে শেষটা তিনি রাঙাতে চাইবেন এটাই স্বাভাবিক। তবে ব্যাটিং নয়, বোলিংই বড় শক্তি দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া কোচ শুক্রি কনরাডের বিশ্বাস অন্তত তা-ই, ‘ভারতের মানসম্পন্ন ব্যাটিং লাইনআপ আছে। তবে আমাদের আছে ভালো সব বোলার।’
এই একটা জায়গায় শক্তিশালী ভারত ও পাকিস্তানের সঙ্গে একই কাতারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি এশিয়ার এই তিন দল। এই তালিকায় ছিল শ্রীলঙ্কাও। তবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতে ব্যর্থদের এই তালিকা থেকে নাম কাটিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।
এবার কি ভারতের নাম কাটানোর পালা! সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের দুই টেস্টের সিরিজ। সফরকারী ভারতের লক্ষ্য ওই একটাই—‘দ্য লাস্ট ফ্রন্টিয়ার’ জয়। যে কয়টি দেশে টেস্ট খেলেছে ভারত, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিই অজেয় হয়ে আছে তাদের কাছে। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে দেওয়ার পর বড় আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। এই সেঞ্চুরিয়নেই প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়েও গিয়েছিল কোহলির দল। তবে পরের দুটি ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকা হতাশ করে ভারতকে।
অজেয় থাকার সেই রেকর্ড কি সহজে হারাতে চাইবে দক্ষিণ আফ্রিকা! আগের দিন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেই দিলেন, ‘এ রেকর্ড অক্ষত রাখার ক্ষেত্রে অনেক গর্ব আছে। ভারতকে এটি আরও বেশি উজ্জীবিত করবে, ফলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
এর আগের সফরে প্রথম টেস্ট জেতার পরও ভারতের সিরিজ জয়ের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন যিনি, সেই ডিন এলগারের এটাই শেষ সিরিজ। সাফল্যে শেষটা তিনি রাঙাতে চাইবেন এটাই স্বাভাবিক। তবে ব্যাটিং নয়, বোলিংই বড় শক্তি দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া কোচ শুক্রি কনরাডের বিশ্বাস অন্তত তা-ই, ‘ভারতের মানসম্পন্ন ব্যাটিং লাইনআপ আছে। তবে আমাদের আছে ভালো সব বোলার।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে