Ajker Patrika

আইসিসি থেকে সুখবর পেলেন লিটন, দুঃসংবাদ মিরাজ-তাইজুলদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আশানুরূপ না খেললেও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আশানুরূপ না খেললেও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো

জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে উইন্ডিজের মাঠে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষাও ফুরিয়েছে। কিংস্টনে অসাধারণ এই জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে বাংলাদেশের কেউ পেয়েছেন সুখবর, কেউবা দুঃসংবাদ পেয়েছেন।

১৭৬ ও ১৪৬ রান করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। জাকের-মিরাজরা দুর্দান্ত খেললেও লিটন দাসের ব্যাট সেভাবে হাসেনি এই সিরিজে। ৪ ইনিংসে ২২ গড়ে করেন ৮৮ রান। আজ আইসিসির হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৯৯। অন্যদিকে মিরাজ ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬৮ নম্বরে নেমে গেছেন।

তাঁর রেটিং ৪৬০। জাকের জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ৯১ রানের ইনিংস খেলার পরও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ৮৪ নম্বরে অবস্থান করছেন তিনি।

মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই বছরের টেস্ট সিরিজে নিয়েছেন ৫ উইকেট। তিনি এক ধাপ করে পিছিয়েছেন বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন মিরাজ অবস্থান করছেন ২৭ নম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি

র‍্যাঙ্কিংয়ের ৪ নম্বর অলরাউন্ডার। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ও তাসকিন অবস্থান করছেন ২৪ ও ৫২ নম্বরে। তাসকিন ও তাইজুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ১১ ও ৮ উইকেট নিয়েছেন। যেখানে জ্যামাইকা টেস্টে ৭৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল।

৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। কাগিসো রাবাদা, জস হ্যাজলউড ও রবিচন্দ্রন অশ্বিনও বরাবরের মতো এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই, তিন ও চারে অবস্থান করছেন। ডারবানে ৩০ নভেম্বর ৪ দিনে শেষ হওয়া প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের পর অলরাউন্ডার ও বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মার্কো ইয়ানসেন। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। এখানে তাঁর রেটিং পয়েন্ট ৭৭৪। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ৮৬ রানে নিয়েছেন ১১ উইকেট। এই সংস্করণে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এখন তিনি দুইয়ে। অলরাউন্ডারদের তালিকায় তাঁর রেটিং ২৯১।

৪২৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। এক ধাপ পিছিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর অলরাউন্ডার এখন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ধাপ এগিয়ে এই সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন হ্যারি ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৪। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭১ রানের ইনিংস খেলেন ব্রুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত