Ajker Patrika

অশ্বিনের মনও জিতেছেন বাবর-রিজওয়ানরা

অশ্বিনের মনও জিতেছেন বাবর-রিজওয়ানরা

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা পাকিস্তান বাংলাদেশ সফরে ধবলধোলাই করেছে মাহমুদইল্লাহ রিয়াদ-মুমিনুল হকদের। এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকেও। 

এমন পারফরম্যান্সের পর দারুণভাবে প্রশংসিত হচ্ছেন পাকিস্তানের খেলোয়াড়েরা। সে তালিকায় এবার যোগ দিয়েছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন নিজের পছন্দের পাকিস্তানি ক্রিকেটারের নাম। ভারতের ঘূর্ণি জাদুকরের পছন্দের তালিকায় আছেন পাকিস্তান ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম তিন সেরা তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। 

নিজের পছন্দ নিয়ে অশ্বিন বলেন, ‘আমি সব সময় রিজওয়ানের খবর রাখি। খেলায় যে মান সে নিয়ে এসেছে ও দারুণ ইনিংসগুলো খেলেছে তা নিয়েও বলেছি।’ 

তবে এ সময় বাবরকে কৃতিত্ব দিতেও ভোলেননি অশ্বিন, ‘ব্যাটিংয়ে ধারাবাহিকতা ও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার বিষয়গুলো বিবেচনায় নিলে যার কথা বলতে হয়, তিনি বাবর আজম।’ 

বোলিংয়ে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর সম্পর্কে অশ্বিন বলেন, ‘শাহিন সত্যিকারের প্রতিভাবান খেলোয়াড়। কিছু প্রতিভাবান খেলোয়াড় পাকিস্তানে সব সময় থাকে। তবে এখন একটু বেশিই আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত