ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় কবে শুরু হবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ১৭ মে হবে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই, আহমেদাবাদ—এই ৬ ভেন্যুতে বাকি থাকা ১৭ ম্যাচ হবে। ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ লিগ পর্বের। বাকি ৪ ম্যাচ হবে প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনাল পর্যন্ত।
প্লে-অফের ভেন্যু অবশ্য পরে জানাবে বিসিসিআই। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর তারিখ ঠিক করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। ৩০ মে হবে এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ জুন। বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে অনেক আলোচনার পর আইপিএল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে নতুন সূচিতে হতে যাওয়া আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২৯ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। ইংল্যান্ড সিরিজের দলে থাকা রোমারিও শেফার্ড, শারফেন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। ইংল্যান্ড এখনো ওয়ানডে দল ঘোষণা করেনি। জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা ব্যস্ত আইপিএলে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৮ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। প্রথমে ফ্লাডলাইটে ত্রুটির কারণ বলা হলেও পরে জানা যায়, যুদ্ধের আতঙ্কে বাধ্য হয়ে খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। সেদিনই ধর্মশালা স্টেডিয়াম থেকে ২০০ কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে হামলা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী পাঞ্জাব-দিল্লি ম্যাচ ২৪ মে জয়পুরে হবে। আর ভারত-পাকিস্তান লাগাতার যুদ্ধের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় কবে শুরু হবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ১৭ মে হবে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই, আহমেদাবাদ—এই ৬ ভেন্যুতে বাকি থাকা ১৭ ম্যাচ হবে। ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ লিগ পর্বের। বাকি ৪ ম্যাচ হবে প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনাল পর্যন্ত।
প্লে-অফের ভেন্যু অবশ্য পরে জানাবে বিসিসিআই। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর তারিখ ঠিক করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। ৩০ মে হবে এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ জুন। বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে অনেক আলোচনার পর আইপিএল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে নতুন সূচিতে হতে যাওয়া আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২৯ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। ইংল্যান্ড সিরিজের দলে থাকা রোমারিও শেফার্ড, শারফেন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। ইংল্যান্ড এখনো ওয়ানডে দল ঘোষণা করেনি। জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা ব্যস্ত আইপিএলে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৮ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। প্রথমে ফ্লাডলাইটে ত্রুটির কারণ বলা হলেও পরে জানা যায়, যুদ্ধের আতঙ্কে বাধ্য হয়ে খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। সেদিনই ধর্মশালা স্টেডিয়াম থেকে ২০০ কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে হামলা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী পাঞ্জাব-দিল্লি ম্যাচ ২৪ মে জয়পুরে হবে। আর ভারত-পাকিস্তান লাগাতার যুদ্ধের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি।
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৩৯ মিনিট আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
১ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
১ ঘণ্টা আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
২ ঘণ্টা আগে