Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজেই বড় লাফ দিলেন হৃদয়, এগিয়েছেন তাসকিন-মেহেদীরাও 

আপডেট : ০৮ মে ২০২৪, ১৬: ৪৬
জিম্বাবুয়ে সিরিজেই বড় লাফ দিলেন হৃদয়, এগিয়েছেন তাসকিন-মেহেদীরাও 

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদরা আছেন দারুণ ছন্দে। ছন্দে থাকার পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বাগতিক ক্রিকেটারদের। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়ার পরের দিনই টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হৃদয়। সাপ্তাহিক র‍্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করলে দেখা যায়, ২৬ ধাপ এগিয়ে ৯০ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৩৯১। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১২৭ রান করে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। গড় ১২৭ ও স্ট্রাইকরেট ১৫৬.৭৯। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৫৭ রান করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় দুই টি-টোয়েন্টিতে হয়েছেন ম্যাচসেরা। সমান ৩৯১ রেটিং পয়েন্ট নিয়ে ৯০ নম্বরে অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমট। 

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তাসকিন। বাংলাদেশের পেসারের রেটিং পয়েন্ট ৫৭২। তাসকিনের এটা ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ৪.৪১ ইকোনমিতে পেয়েছেন ৬ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের ৭ উইকেটের পরই তাসকিন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানে নেন ৩ উইকেট। সিরিজে এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন টি-টোয়েন্টির প্রতিটিতে চার ওভারের কোটা পূর্ণ করেছেন। 

হৃদয়-তাসকিনের মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শেখ মেহেদী হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদেরও। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন মেহেদী। বাংলাদেশের স্পিনারের রেটিং পয়েন্ট ৫৮৯। জিম্বাবুয়ে সিরিজে ৪.২৫ ইকোনমিতে নেন ৩ উইকেট। সমান ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে সূর্যকুমার যাদব। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮৪। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ২৮ পর্যন্ত কোনো পরিবর্তন নেই। 

৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। বোলারদের র‍্যাঙ্কিংয়েও প্রথম দশে সবাই আছেন আগের মতোই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত