Ajker Patrika

শোয়েবের মতে, বিশ্বকাপের প্রোমোয় বাবর না থাকা ‘হাস্যকর’ 

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৩: ২৮
শোয়েবের মতে, বিশ্বকাপের প্রোমোয় বাবর না থাকা ‘হাস্যকর’ 

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর ৭৪ দিন বাকি। ২০২৩ বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসায় তাই গত শুক্রবার বিশ্বকাপের অফিশিয়াল প্রোমো ভিডিও প্রকাশিত করেছে আইসিসি। ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ডিভিওতে পাকিস্তানে দুজন ক্রিকেটার থাকলেও বাবর আজম না থাকায় চটেছেন শোয়েব আখতার।

পাকিস্তানের বর্তমান অধিনায়ক না থাকায় আইসিসির এই প্রোমোকে হাস্যকর বলেছেন শোয়েব। সামাজিক মাধ্যমে পাকিস্তানের সাবেক গতিদানব বলেছেন, ‘পাকিস্তান এবং বাবর আজমের উল্লেখযোগ্য উপস্থিতি ছাড়া যিনিই ভেবেছিলেন বিশ্বকাপের প্রচার সম্পূর্ণ হবে, তিনি আসলে নিজেকেই হাস্যকর হিসেবে উপস্থাপন করেছেন। আসুন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে।’ 

বিশ্বকাপের প্রচারাভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ানডে’। সাধারণত সাত ঘণ্টার এক ম্যাচে কী কী ঘটে, সেগুলোকে ৯টি অনুভূতিতে ভাগ করেছে আইসিসি। সেই ৯টি অনুভূতি হচ্ছে যন্ত্রণা, আবেগ, বিস্ময়, সাহস, আনন্দ, গৌরব, বিস্ময়, মহিমা ও শক্তি। ভারতীয়রা যার নামকরণ করেছে ‘নবরস’। এই নবরস দেখানোর সময় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপের তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলো দেখানো হয়েছে।

প্রোমোতে পাকিস্তানের দুই পেসার ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে দেখানো হয়েছে। তবে পাকিস্তানের তারকা ব্যাটার ও অধিনায়ক বাবরকে দেখানো হয়নি। এ ছাড়া বর্তমানে ওয়ানডের ১ নম্বর ব্যাটারও ২৮ বছর বয়সী এই ব্যাটার। সব মিলিয়ে তাই ভিডিওতে বাবরের না থাকা মেনে নিতে পারছেন না বিশ্বের সর্বোচ্চ গতির ডেলিভারির মালিক। অবশ্য চাইলে শোয়েবের মতো এমন প্রশ্ন আরও অনেকে তুলতে পারেন। ভিডিওটিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া দুই-একটি দলের খেলোয়াড় এবং তাদের খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তও দেখানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত