Ajker Patrika

হাফিজের পদত্যাগে ‘হাই প্রোফাইল’ কমিটিতে রইলেন শুধু মিসবাহ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৬
হাফিজের পদত্যাগে ‘হাই প্রোফাইল’ কমিটিতে রইলেন শুধু মিসবাহ

সাবেক তিন অধিনায়ককে নিয়ে গত মাসে টেকনিক্যাল কমিটি গঠন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ-উল-হক, ইমজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া কমিটিটি ‘হাই প্রোফাইল’ হিসেবে পরিচিত ছিল। তবে কিছুদিন পরেই ইমজামাম পাকিস্তানের প্রধান নির্বাচক হলে ভেঙে যায় কমিটি। 

ইমজামামের বিকল্প ঘোষণা করার আগে এবার খালি হয়েছে আরেকটি পদ। গতকাল কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ হাফিজ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার। তবে কী কারণে পদত্যাগ করেছেন তা অবশ্য জানাননি তিনি। 

হাফিজ লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এত দিন সাম্মানিক সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেটের জন্য সৎ পরামর্শ চাইলে সহায়তা করতে প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য সব সময় শুভকামনা।’ 

অথচ রাতে পদত্যাগ করার আগে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফসহ অন্যদের সঙ্গে হাফিজও ছিলেন সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের রিভিউ বৈঠকে। কিন্তু বৈঠক শেষে কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। এতে করে দুই সঙ্গী চলে যাওয়ায় একাকী টেকনিক্যাল কমিটিতে রয়ে গেলেন প্রধান মিসবাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত