Ajker Patrika

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ

পাকিস্তানের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের বাংলাদেশ দলে নতুন মুখ অফ স্পিনার নিশিতা আক্তার নিশি ও স্পিন অলরাউন্ডার শরিফা খাতুন।

দলে ফিরেছেন মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা। সবশেষ এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল, ফারজানা হক ও দিশা বিশ্বাস। ওই টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চে থাকা সালমা খাতুনের সুযোগ হয়নি দলে। কয়েক সিরিজ ধরে বাদ পড়া পেসার জাহানারা আলমেরও সুযোগ হয়নি দলে।

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন নিশিতা ও শরিফা। সবশেষ প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ৭ ম্যাচে ২.৯৭ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছিলেন নিশিতা। লিগের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া চক্রের হয়ে ৭ ইনিংসে ২.৯৮ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন শরিফা। ব্যাটিংয়ে দুই ম্যাচে তাঁর মাঠে নামার সুযোগ হয়েছিল।

পাঁচ মাস পর দলে সুযোগ পাওয়া ফারিহা সবশেষ শ্রীলঙ্কা সফরে খেলেছেন। দুই ম্যাচে পেয়েছিলেন ১ উইকেট। এরপর জায়গা হারিয়েছিলেন এই বাঁহাতি পেসার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৫,২৭ ও ২৯ অক্টোবর হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রি, বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে: নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত