Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে ভারতের মতো ফল চায় না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে ভারতের মতো ফল চায় না বাংলাদেশ

নিজেদের মাঠে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েও সিরিজ নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজ শেষ করেছিল সমতায়। একটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচ হয়েছিল টাই। তবে এবার পাকিস্তানের বিপক্ষে একই রকম ফল দেখতে চায় না নিগার সুলতানা জ্যোতির দল। 

ইতিমধ্যে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। তাই কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, ভারত ম্যাচের মতো একই রকম ফল দেখতে চান না তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ড্রয়ের দিকে আমার তো আর চিন্তা-ভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভাবনা আছে সিরিজটা নেওয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে... (সিরিজ জিততে)। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।’ 

প্রথম ওয়ানডে জিতে এগিয়ে যায় নিদা দারের পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সিরিজে সমতায় ফিরেছেন জ্যোতিরা। সুযোগ পেয়ে শেষ ম্যাচ নিয়ে জ্যোতির ভাবনাও পরিষ্কার। জিততে চান ম্যাচটাও। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘প্রথমত কাল একদম একটা সতেজ দিন। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন—যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি। অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ থাকবে (সিরিজ জয়ের)। আরও ভালো ক্রিকেট খেলে পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি (এটাই লক্ষ্য)।’ 

দীর্ঘ সময় ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের ভঙ্গুর দশাও স্পষ্ট। জ্যোতির মতে জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে তাঁদের। শেষ ম্যাচে ভুলগুলো কাটিয়ে ওঠার ব্যাপার আশাবাদী তিনি, ‘অবশ্যই আমরা ব্যাটিংয়ে সংগ্রাম করছি। (উইকেটে) যারা থাকছে হয়তোবা অনেক বেশি থাকছে; কিন্তু রান করতে পারছে না বা টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার দ্রুত আউট হচ্ছে। এই উইকেটে যদি আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারি...। আমি বলব, আমরা চোখে দেখার মতো যে ইস্যুগুলোর মুখোমুখি হচ্ছি। কালকের ম্যাচে যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে আরেকটু ভালো ক্রিকেট খেলতে করতে পারি, অন্তত ২০০ প্লাস একটা স্কোর দাঁড় করাতে পারি, যদি আগে ব্যাটিং করি, এই রান তাড়া করা তাদের জন্য অনেক কঠিন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত