Ajker Patrika

নিউজিল্যান্ড থেকে ফিরেই ভোটের মাঠে সৌম্য

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২: ১৮
নিউজিল্যান্ড থেকে ফিরেই ভোটের মাঠে সৌম্য

কাছের লোকজন সংসদ সদস্য প্রার্থীর জন্য তাঁর নির্বাচনী এলাকায় ভোট চাইবেন, এ আর নতুন কী! কিন্তু প্রার্থী যখন সাকিব আল হাসান, অবাক হওয়ার থাকে বৈকি! সাকিবের নির্বাচনী এলাকায় তাঁর প্রচারণায় নেমেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও নাজমুল হোসেন অপুর মতো জাতীয় দলের ক্রিকেটাররা।

ভোটারদের কাছে সাকিবের দলীয় প্রতীক নৌকার লিফলেট বিতরণ করছেন সৌম্যরা। আর ভোট চেয়ে বেড়াচ্ছেন, ‘সকাল সকাল গিয়ে ভোটটা নৌকায় দিয়েন ভাই।’

নিউজিল্যান্ড থেকে গত পরশুই দেশে ফিরেছেন সৌম্য সরকার। দেশে ফিরেই সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন। আজ দুপুরে মাগুরা শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্য ও অন্য ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের কাছে পেয়ে অনেককে সেলফি তুলতেও দেখা যায়।

সাকিবের পক্ষে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করছেন সৌম্য।সাকিব মাগুরার ছেলে হলেও সৌম্য সরকারের বাড়ি সাতক্ষীরা, সাব্বির রহমানের বাড়ি রাজশাহী। সাকিবের এলাকায় গিয়ে সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানো সম্পর্কে আজকের পত্রিকাকে সৌম্য বলেন, ‘সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের গৌরব। তিনি এখন নৌকার মাঝি। এ জন্যই মাগুরা আসা। তাঁর পক্ষে আমরা ভোটারদের অনুরোধ করছি যেন, ৭ জানুয়ারি তারা বিপুল ভোটে সাকিবকে বিজয়ী করে তোলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত