নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ নারী দল ভারতের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে। দ্বিপক্ষীয় সিরিজের মধ্যেই পাওয়া যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝাঁজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের ২০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আয়োজক আইসিসি ও বিসিবি।
আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল হবে। সেই দল শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি। এই গ্রুপের সব ম্যাচ মিরপুরে। ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল (আয়ারল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি)। এই গ্রুপের সব ম্যাচ সিলেটে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশের সঙ্গে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালও মিরপুরেই হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড (সম্ভাব্য)। ভেন্যু: সিলেট।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা (সম্ভাব্য)। ভেন্যু: মিরপুর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময়
৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা
সিলেটে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ নারী দল ভারতের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে। দ্বিপক্ষীয় সিরিজের মধ্যেই পাওয়া যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝাঁজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের ২০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আয়োজক আইসিসি ও বিসিবি।
আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল হবে। সেই দল শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি। এই গ্রুপের সব ম্যাচ মিরপুরে। ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল (আয়ারল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি)। এই গ্রুপের সব ম্যাচ সিলেটে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশের সঙ্গে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালও মিরপুরেই হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড (সম্ভাব্য)। ভেন্যু: সিলেট।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা (সম্ভাব্য)। ভেন্যু: মিরপুর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময়
৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩৭ মিনিট আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেনি, করেছে খোদ বিসিবি!
১ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
২ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৩ ঘণ্টা আগে