নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ নারী দল ভারতের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে। দ্বিপক্ষীয় সিরিজের মধ্যেই পাওয়া যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝাঁজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের ২০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আয়োজক আইসিসি ও বিসিবি।
আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল হবে। সেই দল শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি। এই গ্রুপের সব ম্যাচ মিরপুরে। ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল (আয়ারল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি)। এই গ্রুপের সব ম্যাচ সিলেটে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশের সঙ্গে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালও মিরপুরেই হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড (সম্ভাব্য)। ভেন্যু: সিলেট।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা (সম্ভাব্য)। ভেন্যু: মিরপুর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময়
৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা
সিলেটে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ নারী দল ভারতের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে। দ্বিপক্ষীয় সিরিজের মধ্যেই পাওয়া যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝাঁজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের ২০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আয়োজক আইসিসি ও বিসিবি।
আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল হবে। সেই দল শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি। এই গ্রুপের সব ম্যাচ মিরপুরে। ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল (আয়ারল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি)। এই গ্রুপের সব ম্যাচ সিলেটে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশের সঙ্গে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালও মিরপুরেই হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড (সম্ভাব্য)। ভেন্যু: সিলেট।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা (সম্ভাব্য)। ভেন্যু: মিরপুর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময়
৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা
সকাল সব সময় দিনের পূর্বাভাস দেয় না! যে চমক দেখিয়ে পাকিস্তান ইনিংসের শুরু, শেষে সেই চমকের ‘চ’ও ছিল না। কিংবা লক্ষ্য তাড়ায় ২০ রানে তিন উইকেট হারিয়ে যে দুঃস্বপ্নের শুরু ভারতের, সেটির ওপর দাঁড়িয়েই প্রথমে প্রতিরোধ ও পরে আগ্রাসন দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা।
৩৩ মিনিট আগেঘরের মাঠে গত বছরের অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু দেশেই আর ফিরতে পারেননি তিনি। সেই আক্ষেপ তাঁর রয়েছে এখনো। এর পেছনে পরোক্ষভাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়ী করছেন
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ফাইনালে লড়ছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে ১৪৬ রান করেছে সালমান আলী আগার দল। তাদের ইনিংসে হারিস রউফের একটি ইঙ্গিতপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেন যশপ্রীত বুমরা।
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাকিস্তানের শুরুটা হলো দারুণ। টানা দুই হারের জবাবে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেবে বলেই ধারণা করা হচ্ছিল। অথচ ব্যাটারদের আত্মাহুতিতে সেই লক্ষ্যটা কিনা দাঁড়াল ১৪৭ রানে। নিরাশায় ডুবে না থেকেও ভারত লিখল বল হাতে ঘুরে দাঁড়ানোর গল্প।
৩ ঘণ্টা আগে