Ajker Patrika

মুশফিকদের মুখ লুকিয়ে ফেরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮: ২৩
মুশফিকদের মুখ লুকিয়ে ফেরা

নিউজিল্যান্ড সফরের শুরুতে ছুটি পেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঘুরে বেড়িয়েছিলেন নানা জায়গায়। সেখানে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। কাল দেশে ফেরার পর সেই তাঁদেরই কি না ছবি তুলতে অনীহা। যেন আলোকচিত্রীর ক্যামেরা থেকে মুখ লুকিয়ে বিমানবন্দর ত্যাগ করতে পারলেই বাঁচেন!

সফরটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের; ক্রিকেটারদের ক্লান্ত মুখে ফুটে উঠেছিল তারই প্রতিচ্ছবি। কাল ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ফিরলেও ঘরে আর পৌঁছানো হয়নি মোস্তাফিজুর রহমানের। আইপিএল খেলতে বিমানবন্দর থেকেই বাঁহাতি পেসারকে ধরতে হয়েছে ভারতের বিমান।

দলের সঙ্গে আসেননি কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। নিউজিল্যান্ড থেকেই তাঁরা পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকায়। এক সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরবেন ঢাকায়। তবে দলের সঙ্গে ফিরেছেন বোলিং কোচ ওটিস গিবসন ও ব্যাটিং কোচ জোনাথন লুইস।

কাল বিমানবন্দরে নেমেই দলের সিনিয়র ক্রিকেটাররা এড়িয়ে গেছেন গণমাধ্যমকে। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হতেই দ্রুত ব্যাগ–লাগেজ নিয়ে তাঁরা উঠে পড়েন গাড়িতে। অনেক অনুরোধের পর সংবাদমাধ্যমের সামনে আসেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ড সফরে অভিষিক্ত এই বাঁহাতি স্পিনারের কণ্ঠে ছিল শুধুই না পারার হতাশা, ‘সত্য কথা বললে আমরা ভালো খেলতে পারিনি। আমরা খারাপ খেলেছি। এর চেয়ে বেশি কী আর বলব?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত