জ্যামাইকা টেস্টে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়েছেন যথাক্রমে ১, ১ ও ০ করে। ৩.৫ ওভারে পাকিস্তানের রান যখন ২, ততক্ষণে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শুরুতে এমন ধাক্কার পরও দিনটা ভালোভাবেই শেষ করেছে বাবর আজমের দল। প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২১২।
ইনিংসের শুরুটা একেবারেই যাচ্ছেতাই। প্রথম ওভারেই ২ রানে কেমার রোচের বলে ব্লাকউডের হাতে ক্যাচ দিয়ে আউট হন আবিদ আলী (১)। এক ওভার পর আবারও রোচের আঘাত। দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান আজহার আলীকে (০)। পরপর ২ উইকেট হারিয়ে পাকিস্তান যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়, তখন জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ইমরান বাট (১)। ২ রানেই নেই ৩ উইকেট।
ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারানো পাকিস্তান দ্বিতীয় সেশনও কাটিয়ে দেয় নির্বিঘ্নে। এই দুজনের ১৫৮ রানের জুটিতে দারুণভাবে প্রাথমিক বিপর্যয় সামলায় পাকিস্তান। দলীয় ১৬০ রানের সময় পেশিতে টান পড়লে অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন ফাওয়াদ।
ফাওয়াদের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবরও। ১৬৮ রানের সময় রোচের বলে দ্বিতীয় স্লিপে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন বাবর। এর আগে করেন ৭৫ রান। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (২২ *) আর ফাহিম আশরাফ (২৩ *)। স্কোর বোর্ডে ২১২ রান আর ৬ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান।
জ্যামাইকা টেস্টে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়েছেন যথাক্রমে ১, ১ ও ০ করে। ৩.৫ ওভারে পাকিস্তানের রান যখন ২, ততক্ষণে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শুরুতে এমন ধাক্কার পরও দিনটা ভালোভাবেই শেষ করেছে বাবর আজমের দল। প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২১২।
ইনিংসের শুরুটা একেবারেই যাচ্ছেতাই। প্রথম ওভারেই ২ রানে কেমার রোচের বলে ব্লাকউডের হাতে ক্যাচ দিয়ে আউট হন আবিদ আলী (১)। এক ওভার পর আবারও রোচের আঘাত। দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান আজহার আলীকে (০)। পরপর ২ উইকেট হারিয়ে পাকিস্তান যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়, তখন জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ইমরান বাট (১)। ২ রানেই নেই ৩ উইকেট।
ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারানো পাকিস্তান দ্বিতীয় সেশনও কাটিয়ে দেয় নির্বিঘ্নে। এই দুজনের ১৫৮ রানের জুটিতে দারুণভাবে প্রাথমিক বিপর্যয় সামলায় পাকিস্তান। দলীয় ১৬০ রানের সময় পেশিতে টান পড়লে অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন ফাওয়াদ।
ফাওয়াদের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবরও। ১৬৮ রানের সময় রোচের বলে দ্বিতীয় স্লিপে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন বাবর। এর আগে করেন ৭৫ রান। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (২২ *) আর ফাহিম আশরাফ (২৩ *)। স্কোর বোর্ডে ২১২ রান আর ৬ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান।
পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার স্বপ্নপূরণ হয়েছে ২৬ বছর বয়সী গোলরক্ষকের। এবার ইতিহাদের ক্লাবটিতে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন এই ইতালিয়ান তারকা।
২ ঘণ্টা আগেশ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটার এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় হয়েছিল অনেক সমালোচনা। অজিত আগারকারও উত্তর দিতে গিয়ে একরকম নিরুপায় হয়ে পড়েছিলেন। অফ ফর্ম থাকলে তো জায়গা মেলেই না। এমনকি ফর্মে থাকা ক্রিকেটারও ভারতের একাদশে সুযোগ পান না।
৪ ঘণ্টা আগেলিটন দাস এত ধারাবাহিক কবে ছিলেন, সেই প্রশ্নের উত্তর হয়তো তিনি নিজেও খুঁজে পাবেন না। ‘হ্যালির ধূমকেতু’র মতো অনেক দিন পরপর জ্বলে ওঠা লিটন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। বাংলাদেশের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম জাফর-মুরালি কার্তিকরা।
৫ ঘণ্টা আগেনানা মুনির নানা মত—এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট এলে বহুল প্রচলিত এই কথাটার বাস্তব প্রমাণ দেখা যায়। টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, কার দৌড় কত দূর—এসব নিয়ে চলে বিভিন্ন আলাপ-আলোচনা। তবে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব এগুলো নিয়ে তেমন একটা ভাবেন না।
৬ ঘণ্টা আগে