Ajker Patrika

২ রানে ৩ উইকেট হারিয়েও দিনটা পাকিস্তানের

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১২: ২১
২ রানে ৩ উইকেট হারিয়েও দিনটা পাকিস্তানের

জ্যামাইকা টেস্টে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়েছেন যথাক্রমে ১, ১ ও ০ করে। ৩.৫ ওভারে পাকিস্তানের রান যখন ২, ততক্ষণে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শুরুতে এমন ধাক্কার পরও দিনটা ভালোভাবেই শেষ করেছে বাবর আজমের দল। প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২১২।

ইনিংসের শুরুটা একেবারেই যাচ্ছেতাই। প্রথম ওভারেই ২ রানে কেমার রোচের বলে ব্লাকউডের হাতে ক্যাচ দিয়ে আউট হন আবিদ আলী (১)। এক ওভার পর আবারও রোচের আঘাত। দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান আজহার আলীকে (০)। পরপর ২ উইকেট হারিয়ে পাকিস্তান যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়, তখন জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ইমরান বাট (১)। ২ রানেই নেই ৩ উইকেট।

ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারানো পাকিস্তান দ্বিতীয় সেশনও কাটিয়ে দেয় নির্বিঘ্নে। এই দুজনের ১৫৮ রানের জুটিতে দারুণভাবে প্রাথমিক বিপর্যয় সামলায় পাকিস্তান। দলীয় ১৬০ রানের সময় পেশিতে টান পড়লে অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন ফাওয়াদ।

ফাওয়াদের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবরও। ১৬৮ রানের সময় রোচের বলে দ্বিতীয় স্লিপে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন বাবর। এর আগে করেন ৭৫ রান।  দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (২২ *) আর ফাহিম আশরাফ (২৩ *)। স্কোর বোর্ডে ২১২ রান আর ৬ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত