Ajker Patrika

বাংলাদেশ ভালো আছে, বাংলায় বললেন পাকিস্তান বোর্ড সভাপতি

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৮
বাংলাদেশ ভালো আছে, বাংলায় বললেন পাকিস্তান বোর্ড সভাপতি

এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে বাংলাদেশ বলতে গেলে ছিটকে গেছে। কাগজে-কলমে কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে ঠিকই। তবে সেই সমীকরণ বলতে গেলে বাংলাদেশের পক্ষে মেলানো অসম্ভবই। সে যা-ই হোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফের কথা শুনে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কিছুটা হলেও মন ভালো হতে পারে। 

পাকিস্তান পর্ব শেষে এশিয়া কাপ এখন হচ্ছে শ্রীলঙ্কায়। কলম্বোর প্রেমাদাসায় চলছে সুপার ফোরের বাকি অংশ। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা-এই তিন ক্রিকেট দল রয়েছে কলম্বোর সিনামন গ্র্যান্ডে হোটেলে। আর আজ প্রেমাদাসায় চলছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে বের হওয়ার সময় বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আশরাফ। তখন এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। পিসিবি সভাপতি বলেন, ‘জানতে পেরেছি তাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তবে তাদের শুভকামনা জানাচ্ছি।’ এরপর আশরাফ বাংলায় বলেন, ‘বাংলাদেশ ভালো আছে।’ 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত সপ্তাহের বুধবার সুপার ফোরে খেলেছে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে পাকিস্তানের মাঠে ২০২০ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এশিয়ার এই দুই দল। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের ব্যাপারে আশরাফ বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো। সেই সম্পর্ক যেন আরও ভালো হয়, তা-ই চেষ্টা করে যাচ্ছি।’ 

প্রেমাদাসায় আজ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। এরপরই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। বিরাট কোহলি ৮ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে ব্যাটিং করছেন। ১টি করে উইকেট নিয়েছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত