Ajker Patrika

ভারত-পাকিস্তানে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়া মানতে পারছেন না নিউজিল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
ভারত-পাকিস্তানে হঠাৎ ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ড্যারিল মিচেল। ছবি: ক্রিকইনফো
ভারত-পাকিস্তানে হঠাৎ ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ড্যারিল মিচেল। ছবি: ক্রিকইনফো

ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটও। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।

হঠাৎ করে আইপিএল, পিএসএল বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা ভারত-পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। ভারত-পাকিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখে আবেগঘন বার্তা দিয়েছেন মিচেল। লাহোর কালান্দার্সের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশকে যুদ্ধে জড়াতে দেখে খারাপ লাগছে। তারা আমার হৃদয়ে আছে। গত কদিন ধরে তাদের মধ্যে সংঘাত চলছে। দুই দেশেরই যারা হতাহত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে।’

এবারের পিএসএলে রিশাদের সঙ্গে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মিচেল। নিউজিল্যান্ডের ক্রিকেটারের আইপিএলে ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। মিচেলের আশা, শিগগিরই দুই দেশে পুনরায় ক্রিকেট চালু হবে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার বলেন, ‘আইপিএল, পিএসএল দুই টুর্নামেন্টই আমার ক্যারিয়ারে অনেক বড় অবদান রেখেছে। দুই টুর্নামেন্টেই ভালো সময় কেটেছে। আশা করি, শান্তি বজায় থাকবে। আবার খেলায় ফিরতে পারব। যেসব ভক্ত-সমর্থকেরা আমাদের ভালোবাসা দিচ্ছেন, তাদের সেই প্রতিদান দিতে পারব।’

ভারত-পাকিস্তানে মনে রাখার মতো সময় কেটেছে বলে জানিয়েছেন মিচেল। শিগগিরই এই দু্ই দেশে ফিরতে পারবেন বলে আশা কিউই এই ক্রিকেটারের।মিচেল বলেন, ‘পরিবারের কাছে ফিরতে পেরে ভালো লাগছে। তবে ভবিষ্যতে দুই দেশে (ভারত-পাকিস্তান) ফিরতে মুখিয়ে আছি। সত্যি বলতে এসব জায়গায় আমার দারুণ সময় কেটেছে।’

এবারের পিএসএলে ৯ ম্যাচে ২৬.৭৭ গড় ও ১৫৪.৪৮ স্ট্রাইকরেটে মিচেল করেন ২৪১ রান। টুর্নামেন্টে দুটি ফিফটি করেছেন তিনি। বোলিংয়ে ১০.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন লাহোর কালান্দার্স। প্রথম তিনে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের পয়েন্ট ১৩, ১০ ও ১০।

চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে গতকাল রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।

আইপিএলের এখনো বাকি ১৬ ম্যাচ। এমন সময়ে পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, পিএসএলের বাকি অংশ হবে বলে আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করছে। ভারতীয় সংবাদমাধ্যমের পাল্টা দাবি, এমন অবস্থায় পিএসএল আমিরাতে আয়োজন করার সম্ভাবনাও কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরশু রাতে আনুষ্ঠানিকভাবে পিএসএলের বাকি অংশ স্থগিত করেছে। পাকিস্তানের এই টুর্নামেন্টের বাকি রয়েছে ৮ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত