Ajker Patrika

ভারত তাকিয়ে কোহলি-রাহানের দিকে

আপডেট : ১১ জুন ২০২৩, ০৯: ৪৮
ভারত তাকিয়ে কোহলি-রাহানের দিকে

লক্ষ্য ৪৪৪ রান। তাড়া করতে হবে ১৩৭ ওভারে। হাতে আছে এক দিন। ক্রিকেটে অবিশ্বাস্য কত কিছুই তো ঘটে। এবার এমন কিছু করলে বিশ্ব রেকর্ডই গড়বে ভারত। টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই কারও। 

২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রান তাড়ার জয়। তবে ভারত যেভাবে এগোচ্ছে, মনে হয় না অকল্পনীয় কিছু করে এমন কীর্তি গড়তে পারবে। অজি পেসারদের সামনে আবারও ব্যর্থ তাদের টপ-অর্ডার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে ভারত। ব্যাটিংয়ে আছেন বিরাট কোহলি (২৬) ও আজিঙ্কা রাহানে (১৩)। টিম ইন্ডিয়া এখনো পিছিয়ে আছে ৩১২ রানে। জয়ের চিন্তা দূর থাক, হার এড়ানোই এখন লক্ষ্য তাদের। ড্র করলে একদিকে লাভই হবে ভারতের। ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে তারা। ড্র হলে এই ট্রফি ভাগাভাগি করে দেওয়া হবে অস্ট্রেলিয়া-ভারতকে। কোনোভাবে যদি শিরোপায় ভাগ বসানো যায়, মন্দ কী! অন্তত ১০ বছর পর আইসিসির কোনো ট্রফি তো ছুঁয়ে দেখা হবে। ঘুচবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে হারের দুঃখও। 

প্রথম ইনিংসে রাহানের ধৈর্যশীল ইনিংসে ফলোঅন এড়িয়ে ভারত থামে ২৯৬ রানে। বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগটা হাতছাড়া করেনি অজিরা। গতকাল তারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ২৭০ রানে। দ্বিতীয় সেশনে দ্রুত রান তোলার দিকে ঝুঁকে অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে ৯৩ রানের জুটি গড়েন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (৬৬*) ও মিচেল স্টার্ক (৪১)। অজিরা দিন শুরু করে ৪ উইকেটে ১২৪ রান নিয়ে। 

লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ভারত। তবে ৪৩ রানে ভাঙে তাদের ওপেনিং জুটি। আবারও অজি পেসার স্কট বোলান্ডকে উইকেট দিয়েছেন শুবমান গিল (১৮)। রোহিত সেই ধাক্কা সামাল দেন চেতেশ্বর পুজারাকে নিয়ে। কিন্তু নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়ে ৭ রানের জন্য ফিফটি হাতছাড়া করেন ভারত অধিনায়ক। এবারও ইনিংস বড় করতে পারেননি পুজারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত