আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তামিম ইকবালের ব্যস্ততা অনেকটাই কমে গেছে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। অবসর নিলেও দেশের ক্রিকেটের স্বার্থে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
৯ মিনিট আগেএকের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এবারই প্রথম বসেছে ক্রিকেটারদের সঙ্গে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ভিড়। এই পরিস্থিতিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে লেগে গেল এক ক্যামেরাম্যানের।
৩ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে