নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে গতকালই একটা মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে নাম লিখিয়েছেন ৬ হাজারি ক্লাবে। ৬০০০ রান পূর্ণ করার পরদিন, অর্থাৎ আজ আরেকটি রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের—এই রেকর্ডটা অবশ্য তাঁর জন্য কিছুটা অস্বস্তির। টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি বোল্ড হওয়া ব্যাটার তিনিই।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দুই ইনিংসেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। মিরপুরে তিনি হয়ে গেলেন কাগিসো রাবাদার ‘প্রিয়’ শিকার। দুবারই তিনি বোল্ড প্রোটিয়া ফাস্ট বোলারের বিপক্ষে। আজ সকালে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার ইন-কাটারে ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হন মুশফিকুর। প্রথম ইনিংসেও রাবাদার একই ধরনের বল মোকাবিলায় স্ট্যাম্প উড়ে যায়। এ নিয়ে টানা চার ইনিংসে বোল্ড আউট হয়ে ফিরলেন মুশফিক। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে তিনি বোল্ড হয়েছেন ৩৭বার—বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যেটি সর্বোচ্চ।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেকনিকে সবচেয়ে আঁটসাঁট মুশফিক অবশ্য বোল্ডের পরিসংখ্যানে সান্ত্বনা খুঁজে পেতে পারেন কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে। টেস্টে সবচেয়ে বেশি ৫৫ বার বোল্ড হয়েছিলেন ‘দ্য ওয়াল’। ৫৪ বার বোল্ড হয়ে দ্বিতীয় স্থানে শচীন টেন্ডুলকার আর তিনে আছেন অস্ট্রেলিয়ার গ্রেট অ্যালান বোর্ডার, যিনি বোল্ড হয়েছেন ৫৩ বার।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রান করার পর টানা চারটি টেস্টে ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছেন মুশফিক। তাঁর কাছে একটা বড় ইনিংস আবার পাওনাই হয়ে গেছে বাংলাদেশ দলের।
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বোল্ড মুশফিক
ব্যাটার বোল্ড
মুশফিকুর রহিম* ৩৭
তামিম ইকবাল ২৪
মাহমুদউল্লাহ রিয়াদ ২০
সাকিব আল হাসান ১৭
তাইজুল ইসলাম* ১৭
*মিরপুরে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট
মিরপুর টেস্টে গতকালই একটা মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে নাম লিখিয়েছেন ৬ হাজারি ক্লাবে। ৬০০০ রান পূর্ণ করার পরদিন, অর্থাৎ আজ আরেকটি রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের—এই রেকর্ডটা অবশ্য তাঁর জন্য কিছুটা অস্বস্তির। টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি বোল্ড হওয়া ব্যাটার তিনিই।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দুই ইনিংসেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। মিরপুরে তিনি হয়ে গেলেন কাগিসো রাবাদার ‘প্রিয়’ শিকার। দুবারই তিনি বোল্ড প্রোটিয়া ফাস্ট বোলারের বিপক্ষে। আজ সকালে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার ইন-কাটারে ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হন মুশফিকুর। প্রথম ইনিংসেও রাবাদার একই ধরনের বল মোকাবিলায় স্ট্যাম্প উড়ে যায়। এ নিয়ে টানা চার ইনিংসে বোল্ড আউট হয়ে ফিরলেন মুশফিক। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে তিনি বোল্ড হয়েছেন ৩৭বার—বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যেটি সর্বোচ্চ।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেকনিকে সবচেয়ে আঁটসাঁট মুশফিক অবশ্য বোল্ডের পরিসংখ্যানে সান্ত্বনা খুঁজে পেতে পারেন কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে। টেস্টে সবচেয়ে বেশি ৫৫ বার বোল্ড হয়েছিলেন ‘দ্য ওয়াল’। ৫৪ বার বোল্ড হয়ে দ্বিতীয় স্থানে শচীন টেন্ডুলকার আর তিনে আছেন অস্ট্রেলিয়ার গ্রেট অ্যালান বোর্ডার, যিনি বোল্ড হয়েছেন ৫৩ বার।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রান করার পর টানা চারটি টেস্টে ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছেন মুশফিক। তাঁর কাছে একটা বড় ইনিংস আবার পাওনাই হয়ে গেছে বাংলাদেশ দলের।
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বোল্ড মুশফিক
ব্যাটার বোল্ড
মুশফিকুর রহিম* ৩৭
তামিম ইকবাল ২৪
মাহমুদউল্লাহ রিয়াদ ২০
সাকিব আল হাসান ১৭
তাইজুল ইসলাম* ১৭
*মিরপুরে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৩ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৩ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে