Ajker Patrika

শেষ বলের রোমাঞ্চে ধবলধোলাই হলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৫: ০২
শেষ বলের রোমাঞ্চে ধবলধোলাই হলো বাংলাদেশ

বিকেল ৫টা, ২২ নভেম্বর 
শেষ বলে হারল বাংলাদেশ 

১৮ তম ওভারে তাসকিন ৪ রান দেওয়াতে ম্যাচ গড়াল শেষ ওভারে। ৬ বলে পাকিস্তানের ৮ রান। বোলিংয়ে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই। পরপর দুই বলে সরফরাজ ও হায়দারকে ক্যাচ বানালেন মাহমুদউল্লাহ। ৩ বলে পাকিস্তানের দরকার ৮ রান। এবার ছক্কা হাঁকিয়ে পরের বলে ক্যাচ দিলেন ইফতেখারও। শেষ বোলে পাকিস্তানের দরকার ২ রান। শেষ বলের রোমাঞ্চে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করল নাওয়াজ। বাবরের দল ম্যাচ জিতল ৫ উইকেটে। শেষ বলের রোমাঞ্চে ধবলধোলাই হলো বাংলাদেশ। দেশের মাটিতে এই প্রথম ৩ ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ পেল মাহমুদউল্লাহর দল।   

বিকেল ৫টা, ২২ নভেম্বর 
রিজওয়ানকে বোল্ড করলেন অভিষিক্ত শহীদুল

নিজের তৃতীয় ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করলেন শহীদুল। আন্তর্জাতিক ক্যারিয়ারে বোল্ড দিয়ে উইকেটের খাতা খুললেন এই পেসার। ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হয়েছেন পাকিস্তান ওপেনার। ৪৩ বলে ৪০ করে ফিরলেন রিজওয়ান। পরে অবশ্য এই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে সমীকরণ কমিয়ে এনেছেন হায়দার। শেষ ৪ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২৬ রান।     

বিকেল ৪টা, ৫০ মিনিট ২২ নভেম্বর 
১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৮০ /১  

দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৭ রান যোগ করেছেন রিজওয়ান-হায়দার। উইকেটে থিতু হয়েছেন দুজনই। ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮০। রিজওয়ান ৩৯ বলে ৩৮ আর হায়দার   ২০ বলে ১৯ রানে উইকেটে আছেন।  

বিকেল ৪টা, ৩১ মিনিট ২২ নভেম্বর 
১০ ওভার শেষে পাকিস্তান ৪৬ /১  

নিজের কোটার বোলিং শেষ করলেন নাসুম। ৪ ওভারে দিলেন ২০ রান। কিন্তু ওভারের শেষ বলটা করলেন বাজে। লেগ স্টাম্পের বাইরে বলে ফাইন লেগ  সীমানা ছাড়া করলেন  রিজওয়ান।  ওভারের শেষ বলে চার না খেলে ইকোনোমিটা ভদ্রস্থ দেখাত। ১০ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ৪৬। উইকেটে রিজওয়ানের সঙ্গে আছেন হায়দার।   

বিকেল ৪টা, ২০ মিনিট ২২ নভেম্বর 
বিপ্লব ফেরালেন বাবরকে 

পাওয়ার প্লের পরের ওভারে বোলিংয়ে এসে উইকেট তুলে নিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ওভারের শেষ বলে বাবরকে (২৫ বলে ১৯) বাউন্ডারিতে নাঈমের হাতে ক্যাচ বানালেন এই লেগ স্পিনার। সপ্তম ওভারে ৪ রান দিয়ে ফেরালেন পাকিস্তান অধিনায়ককে। ৭ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ৩২।  

বিকেল ৪টা, ১৩ মিনিট ২২ নভেম্বর 
৬ ওভার শেষে পাকিস্তান ২৮/০ 

পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভারে এসেছেন শহীদুল। প্রথম ওভারে ৮ রান দিয়েছিলেন শহীদুল। এই ওভারে দিলেন ৩ রান। প্রথম ৬ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ২৮। আগের দুই টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছিল পাকিস্তান।

বিকেল ৪টা, ৩ মিনিট ২২ নভেম্বর 
চতুর্থ ওভারে এলেন অভিষিক্ত শহীদুল 

প্রথম চার ওভারে ৪ বোলার আক্রমণে এনেছেন মাহমুদউল্লাহ। চতুর্থ ওভারে এসেছেন শহীদুল। অভিষিক্ত শহীদুল প্রথম ওভারে দিলেন ৮ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ১৭। 

বেলা ৩টা,৫০ মিনিট ২২ নভেম্বর 
বাংলাদেশও শুরুটা করল স্পিন দিয়ে 

প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন মেহেদী। প্রথম ওভারে মেহেদী দিলেন ৩ রান। দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন তাসকিন আহমেদ। এক স্লিপ নিয়ে বোলিং করছেন তাসকিন। 

বেলা ৩টা,৩৬ মিনিট ২২ নভেম্বর 
পাকিস্তানকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই মাহমুদউল্লাহকে ফেরালেন রউফ। ওভারের শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়লেন মেহেদী। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ  ৭ উইকেটে ১২৪। ধবলধোলাই এড়াতে ১২৫ রানের মধ্যে আটকে ফেলতে হবে বাংলাদেশকে।

পাকিস্তানকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বেলা ৩টা,২৭মিনিট ২২ নভেম্বর 
নিজের শেষ ওভারে নাঈম-সোহানকে ফেরালেন ওয়াসিম

নিজের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন ওয়াসিম। আগের তিন ওভারে দিয়েছেন ৯ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। শেষ ওভারে এসে ফেরালেন ফিফটির পথে থাকা নাঈমকে। নিজেই দৌড়ে গিয়ে ফিরতি ক্যাচ নিয়েছেন ওয়াসিম। ৫০ বল খেলে ৪৭ রান করে ফিরলেন এই ওপেনার। ওভারের শেষ বলে সোহানকে ফেরালেন কাদিরের হাতে ক্যাচ বানিয়ে। এই ওভারে ৬ রান খরচায় তুলে নিলেন ২ উইকেট। 

বেলা ৩টা,৭ মিনিট ২২ নভেম্বর 
সুইপ করতে গিয়ে ক্যাচ দিলেন আফিফ 

সুইপ করতে গিয়ে ব্যাটে কানাই লাগিয়ে ক্যাচ তুলে দিলেন আফিফ। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিলেন রিজওয়ান। ২১ বলে ২০ রান করে ফিরে গেলেন আফিফ। তৃতীয় উইকেটের পতন ঘটল বাংলাদেশের। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৯। 

বেলা ২টা,৫৪ মিনিট ২২ নভেম্বর 
২ ছয়ের ওভার  

কাদিরকে ওভারের প্রথম বল ও শেষ বোলে ছক্কা হাঁকালেন আফিফ। এই ওভার থেকে এসেছে ১৪ রান। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান এসেছে এই ওভার থেকে। নাঈমের পর হাত খুলেছেন আফিফও। দারুণ মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ। ১২ ওভার শেষে সংগ্রহ ৬৯/২।

গ্যালারিতে বাংলাদেশী সমর্থকদের উল্লাস

বেলা ২টা,৪৮ মিনিট ২২ নভেম্বর 
১ ছয়, ১ চারের ওভার 

দশম ওভারে ইনিংসের প্রথম ছয় হাঁকালেন নাঈম। কাদিরকে মিড উইকেটের ওপর দিয়ে গ্যলারিতে ফেলেছেন। ওভারের পঞ্চম বলটি ছিল ফুলটস।  এটিও সীমানা করলেন নাঈম। এই ওভারে ১ ছয়, ১ চারে পঞ্চাশ পেরোল বাংলাদেশ। 

বেলা ২টা,৩৯ মিনিট ২২ নভেম্বর 
বাউন্ডারিতে ক্যাচ দিলেন শামীম 

অষ্টম ওভারে ওসমান কাদিরকে আক্রমণে এনেছেন বাবর। ওভারের দ্বিতীয় বলে ওসমানকে তুলে মারতে গিয়ে লং অন আর মিড উইকেটে মাঝে ইফতেখার আহমেদের হাতে ক্যাচ দিলেন শামীম।২৩ বলে ২২ রান করে ফিরলেন এই ব্যাটার। এই ওভারে কাদির দিয়েছেন ২ রান। ৮ ওভার শেষে বাংলাদেশ ৩৯/২। 

শামীমকে ফেরানোর পর কাদিরকে অভিবাদন জানাচ্ছেন সতীর্থরা

বেলা ২টা,৩০ মিনিট ২২ নভেম্বর 
পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ৩৩/১

পাওয়ার প্লের শেষ ওভারে নতুন বোলার হিসেবে এসেছেন হ্যারিস রউফ। ওভারের প্রথম বলে কাভারের ওপর দিয়ে বাউন্ডারি হাকিয়ে রউফকে স্বাগত জানালেন শামীম। এর আগে দাহানির প্রথম ওভারে একটি ও দাহানির দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারি মেরেছেন শামীম। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩। শামীম ১৮ বলে ২০ রানে উইকেটে আছেন। 

বেলা ২টা,৮ মিনিট ২২ নভেম্বর 
বোল্ড হয়ে গেলেন শান্ত  

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম বলে বাউন্ডারি খেলেন শাহনেওয়াজ দাহানি। এক বল পড়ে অবশ্য বোল্ড করলেন শান্তকে। দুর্দান্ত এক ইয়র্কারে বলের লাইন মিস করলেন বাংলাদেশ ওপেনার। ক্যারিয়ারে প্রথম বলে না হোক প্রথম ওভারে সাফল্য পেলেন দাহানি। অভিষিক্ত এই পাকিস্তান বোলারের শুরুটা হলো মনে রাখার মতো। দুই ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১১।   

দ্বিতীয় ওভারে অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন শান্ত

বেলা ২টা,৩ মিনিট ২২ নভেম্বর 
পাকিস্তানের শুরুটা স্পিন দিয়ে 

স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে পাকিস্তান। প্রথম ওভারে বোলিংয়ে এসেছে নাওয়াজ। ওপেনিংয়ে আজ নাঈমের সঙ্গে শান্ত। প্রথম ওভারে এসেছে ২ রান। 

বেলা ১টা,৫৭ মিনিট ২২ নভেম্বর 
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সম্মান ‘বাঁচানোর’ লড়াইয়েও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শেষ টি–টোয়েন্টিতে দুই দলের একাদশেই আজ পরিবর্তন এসেছে। বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরও বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরিবর্তন এনে একাধিক পরীক্ষা–নিরীক্ষা করেছে পাকিস্তান। সিরিজ জয় হয়ে যাওয়ায় এবার নতুনদের বাজিয়ে দেখার সুযোগটাও নিচ্ছে বাবর আজমের দল। শেষ ম্যাচের একাদশে তাদের পরিবর্তন চারটি। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার শহীদুল ইসলামের। একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও শরীফুল ইসলাম।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত