নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে?
মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ + রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’
২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’
বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে?
হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’
মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে?
মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ + রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’
২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’
বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে?
হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৪ ঘণ্টা আগে