Ajker Patrika

হাসান মাহমুদ মনে করেন, ৪০০ হলে পারবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসান মাহমুদ মনে করেন, ৪০০ হলে পারবে বাংলাদেশ 

মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে? 

মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ ‍+ রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’ 

২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’ 

বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে? 

হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’ 

এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত