ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক পর্যায়ে ছিল ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ১৭তম ওভারের প্রথম বলে হারিস রউফকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বেচ্ছায় আউট হয়েছেন চেজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টেস্ট খেলুড়ে দলের ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউটের ঘটনা ঘটালেন তিনি। এমনকি আইসিসির দুই পূর্ণ সদস্যের দেশ মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, এমন ম্যাচে এবারই প্রথম ঘটেছে স্বেচ্ছায় আউটের ঘটনা।
আইসিসির পূর্ণ সদস্যরে দলের ম্যাচে স্বেচ্ছায় আউটের ঘটনার রেকর্ড এত দিন ছিল কেবল একটি। অ্যান্টিগায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার নিকোলাস ডেভিন রিটায়ার্ড আউট হয়েছিলেন। ডেভিন সেবার ১৬ বলে ১৮ রান করেছিলেন। এই তালিকায় আজ যোগ হলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ১২ বলে ২ চারে ১৫ রান করেছেন চেজ।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চেজ আজ ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৮০ রান। এমন পরিস্থিতিতে যেখানে বিধ্বংসী ব্যাটিং প্রয়োজন, সেখানে চেজ এগোতে থাকেন কচ্ছপ গতিতে। ১২ বলে ১৫ রান করে যখন রিটায়ার্ড আউট হয়েছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ ৩ ওভারে ৪১ রানের সমীকরণের সামনে এসে পড়ে ক্যারিবীয়রা। উইন্ডিজ ১৩ রানে হেরে খুইয়েছে টি-টোয়েন্টি সিরিজটা। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন দলটির বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ।
টি-টোয়েন্টিতে এমন অভিজ্ঞতা চেজের হয়েছে দ্বিতীয়বার। এ বছরের জানুয়ারিতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।
এমআই এমিরেটসের বিপক্ষে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হয়েছিলেন তিনি। চেজের দল আবুধাবি এই ম্যাচে ৪২ রানে জিতেছিল।
আরও পড়ুন:
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক পর্যায়ে ছিল ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ১৭তম ওভারের প্রথম বলে হারিস রউফকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বেচ্ছায় আউট হয়েছেন চেজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টেস্ট খেলুড়ে দলের ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউটের ঘটনা ঘটালেন তিনি। এমনকি আইসিসির দুই পূর্ণ সদস্যের দেশ মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, এমন ম্যাচে এবারই প্রথম ঘটেছে স্বেচ্ছায় আউটের ঘটনা।
আইসিসির পূর্ণ সদস্যরে দলের ম্যাচে স্বেচ্ছায় আউটের ঘটনার রেকর্ড এত দিন ছিল কেবল একটি। অ্যান্টিগায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার নিকোলাস ডেভিন রিটায়ার্ড আউট হয়েছিলেন। ডেভিন সেবার ১৬ বলে ১৮ রান করেছিলেন। এই তালিকায় আজ যোগ হলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ১২ বলে ২ চারে ১৫ রান করেছেন চেজ।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চেজ আজ ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৮০ রান। এমন পরিস্থিতিতে যেখানে বিধ্বংসী ব্যাটিং প্রয়োজন, সেখানে চেজ এগোতে থাকেন কচ্ছপ গতিতে। ১২ বলে ১৫ রান করে যখন রিটায়ার্ড আউট হয়েছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ ৩ ওভারে ৪১ রানের সমীকরণের সামনে এসে পড়ে ক্যারিবীয়রা। উইন্ডিজ ১৩ রানে হেরে খুইয়েছে টি-টোয়েন্টি সিরিজটা। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন দলটির বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ।
টি-টোয়েন্টিতে এমন অভিজ্ঞতা চেজের হয়েছে দ্বিতীয়বার। এ বছরের জানুয়ারিতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।
এমআই এমিরেটসের বিপক্ষে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হয়েছিলেন তিনি। চেজের দল আবুধাবি এই ম্যাচে ৪২ রানে জিতেছিল।
আরও পড়ুন:
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে