নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি নুরুল হাসান সোহান। খুব একটা ভালো করতে পারেননি সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সোহানকে না রাখাটা তাই অনুমিতই ছিল। গত ২১ ফেব্রুয়ারি তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মিরপুরের ইনডোরে আজ ব্যাটিং অনুশীলনে মুশফিকুর রহিমের চোট কপাল খুলে দিল ২৮ বছর বয়সী কিপার-ব্যাটারের।
বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সোহানকে। ম্যাচের আগের রাতে তাঁকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আমাদের একজন অতিরিক্ত উইকেটকিপারের দরকার ছিল।’
গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সোহানকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়। অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় কিপিং গ্লাভস। বিশ্বকাপেও ছিলেন দলের অন্যতম ভরসা।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন সোহান। তাই আফগান সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি।
আজ অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া মুশফিকের আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। মুশফিক না খেললে হয়তো সোহানকেই কিপিংয়ের ভূমিকায় দেখা যাবে। যদিও দলে ব্যাক আপ কিপার হিসেবে লিটন দাস আগে থেকেই আছেন। সোহান যুক্ত হওয়ায় স্কোয়াড বেড়ে হলো ১৫ জনে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ হবে ৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব, সোহান, নাঈম, মুনিম, লিটন, শরীফুল, মোস্তাফিজ, তাসকিন, আফিফ, নাসুম, ইয়াসির, মেহেদী, শহীদুল ও মুশফিক।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি নুরুল হাসান সোহান। খুব একটা ভালো করতে পারেননি সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সোহানকে না রাখাটা তাই অনুমিতই ছিল। গত ২১ ফেব্রুয়ারি তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মিরপুরের ইনডোরে আজ ব্যাটিং অনুশীলনে মুশফিকুর রহিমের চোট কপাল খুলে দিল ২৮ বছর বয়সী কিপার-ব্যাটারের।
বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সোহানকে। ম্যাচের আগের রাতে তাঁকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আমাদের একজন অতিরিক্ত উইকেটকিপারের দরকার ছিল।’
গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সোহানকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়। অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় কিপিং গ্লাভস। বিশ্বকাপেও ছিলেন দলের অন্যতম ভরসা।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন সোহান। তাই আফগান সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি।
আজ অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া মুশফিকের আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। মুশফিক না খেললে হয়তো সোহানকেই কিপিংয়ের ভূমিকায় দেখা যাবে। যদিও দলে ব্যাক আপ কিপার হিসেবে লিটন দাস আগে থেকেই আছেন। সোহান যুক্ত হওয়ায় স্কোয়াড বেড়ে হলো ১৫ জনে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ হবে ৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব, সোহান, নাঈম, মুনিম, লিটন, শরীফুল, মোস্তাফিজ, তাসকিন, আফিফ, নাসুম, ইয়াসির, মেহেদী, শহীদুল ও মুশফিক।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে