নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
ঘণ্টার পর ঘণ্টা, দফায় দফায় ম্যাচ কর্মকর্তাদের মাঠের অবস্থা পর্যবেক্ষণ—কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের সবশেষ দুই দিনের পরিচিত চিত্র। ফলও দেখা গেল একই। গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ তৃতীয় দিনেও কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ তৃতীয় দিনে সকাল থেকে এখন পর্যন্ত তিন দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পর্যবেক্ষণ হয়েছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। দুপুরে কানপুরের আকাশ রৌদ্রজ্জ্বল দেখা গেছে। তৃতীয় দিনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তবু দিনের খেলা বাতিল করা হয়েছে। কোন কারণে ম্যাচ কর্মকর্তারা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন, তা জানাননি। তবে ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গা পিচ্ছিল। এতে করে ফিল্ডিংয়ের সময় চোটের ঝুঁকিও রয়েছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট) আজ হয়েছে প্রথম দফা পর্যবেক্ষণ। তখন জানা যায়, মাঠের ভেজা জায়গা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে নামেন ম্যাচ কর্মকর্তারা। তখন মাঠের ভেজা জায়গা শুকালেও আলোক স্বল্পতার কারণে খেলা শুরু করা যায়নি। তৃতীয় দফায় ম্যাচ কর্মকর্তারা পরিদর্শনের আগে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে গতদিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ–ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারীতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝে মধ্যে ড্রেসিংরুমের কোনো ক্রিকেটারদের এক ঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন।
কানপুরের বৈরি আবহাওয়ায় এখন পর্যন্ত ৯ সেশনের ৮ সেশনই নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন। এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।
ঘণ্টার পর ঘণ্টা, দফায় দফায় ম্যাচ কর্মকর্তাদের মাঠের অবস্থা পর্যবেক্ষণ—কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের সবশেষ দুই দিনের পরিচিত চিত্র। ফলও দেখা গেল একই। গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ তৃতীয় দিনেও কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ তৃতীয় দিনে সকাল থেকে এখন পর্যন্ত তিন দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পর্যবেক্ষণ হয়েছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। দুপুরে কানপুরের আকাশ রৌদ্রজ্জ্বল দেখা গেছে। তৃতীয় দিনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তবু দিনের খেলা বাতিল করা হয়েছে। কোন কারণে ম্যাচ কর্মকর্তারা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন, তা জানাননি। তবে ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গা পিচ্ছিল। এতে করে ফিল্ডিংয়ের সময় চোটের ঝুঁকিও রয়েছে।
কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট) আজ হয়েছে প্রথম দফা পর্যবেক্ষণ। তখন জানা যায়, মাঠের ভেজা জায়গা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে নামেন ম্যাচ কর্মকর্তারা। তখন মাঠের ভেজা জায়গা শুকালেও আলোক স্বল্পতার কারণে খেলা শুরু করা যায়নি। তৃতীয় দফায় ম্যাচ কর্মকর্তারা পরিদর্শনের আগে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে গতদিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ–ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারীতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝে মধ্যে ড্রেসিংরুমের কোনো ক্রিকেটারদের এক ঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন।
কানপুরের বৈরি আবহাওয়ায় এখন পর্যন্ত ৯ সেশনের ৮ সেশনই নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন। এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।
বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
৪ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ২০২৩ সালে আইসিসির মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। পরের দুই বছরে কত সময় গড়িয়ে গেছে। অবশেষে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ফুরোল বাংলাদেশের অপেক্ষা।
২ ঘণ্টা আগেদুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
২ ঘণ্টা আগেরাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছিল।
৩ ঘণ্টা আগে