Ajker Patrika

‘শুধু ফেয়ার প্লে নয়, কোহলি-গম্ভীরকে অস্কার দেওয়া উচিত’

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১: ১১
‘শুধু ফেয়ার প্লে নয়, কোহলি-গম্ভীরকে অস্কার দেওয়া উচিত’

ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই দেখার অপেক্ষার কথা জানিয়েছিলেন স্টিভেন স্মিথ ও বরুণ অ্যারন। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার স্মিথ এবং ভারতীয় পেসার বরুণকে ফ্রেমে বাঁধাই করে রেখে দেওয়ার মুহূর্ত এনে দিয়েছেন কোহলি-গম্ভীর। 

একে অপরে আলিঙ্গন করে সকল মান অভিমানের সমাপ্তি টেনেছেন দুজনে। বিরল এই মুহূর্তটির জন্ম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ‘টাইম আউটের’ সময়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে এবার দায়িত্ব পালন করা গম্ভীর বিরতির সময় মাঠে প্রবেশ করে কোহলির দিয়ে এগিয়ে যান। সাবেক জাতীয় দলের সতীর্থকে এগিয়ে আসতে দেখতে কোহলিও হাত বাড়িয়ে দেন। এরপর দুজনে হাত মিলিয়ে আলিঙ্গনে শান্তি খুঁজে নেন। 

দুজনকে এ সময় বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলতেও দেখা যায়। হয়তো এ সময় পুরোনো দিনের বিবাদের কথাই স্মরণ করে হাসছিলেন তারা! তাঁদের এই হাস্যোজ্জ্বল মুখের দৃশ্যে পরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। খোদ আইপিএলও নিজেদের সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছে। হাসির ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘মুহূর্তটি দেখতে আমরা ভালোবাসি।’ ভিডিওর কমেন্ট বক্সে এখন হাজারো স্বাগত মন্তব্য করছেন নেটিজেনরা। তবে বাংলাদেশের কিছু সমর্থক অবশ্য স্মরণীয় এই দৃশ্য দেখে আফসোসও করছেন।

কোহলি-গম্ভীরের এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য দেখে খুশি হয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। ধারাভাষ্যকক্ষে বিষয়টি নিয়ে একটু মজাও করেছেন দুজনে। শাস্ত্রী বলেছেন, ‘কোহলি ও গম্ভীরের এই আলিঙ্গনের জন্য কলকাতা ফেয়ার প্লে পুরস্কার পাওয়া উচিত।’ গাভাস্কার আরও একধাপ এগিয়ে বলেন, ‘শুধু ফেয়ার প্লে পুরস্কার নয়, দুজনকে অস্কারও দেওয়া উচিত।’

মান-অভিমান ভুলে যাওয়ার ম্যাচে একটা রেকর্ডও গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে এখন আইপিএলে সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। তাঁর ২৪১ ছক্কার পরেই আছেন ক্রিস গেইল (২৩৯) ও এবি ডি ভিলিয়ার্স (২৩৮)। তবে রেকর্ড গড়ার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। তাঁর ৮৩ রানের ইনিংসে ভর করে কলকাতাকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল বেঙ্গালুরু। তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় মেন্টর গম্ভীরের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত