‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।
ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।
ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’
টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!
‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।
ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।
ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’
টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!
ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। এরই মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে কোহলি। ভারতের এক অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়া নিয়ে চলছে আলোচনা...
৯ মিনিট আগেচলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের শেষ চারের আশা নেই বললেই চলে। বিপরীতে বিরাট কোহলির নেতৃত্ব ও ব্যাটিংয়ে রীতিমতো উড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্ব প্রথম দেখায় আরসিবির কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে সিএসকে। আজ কোহলিদের বিপক্ষে ফিরতে দেখায় প্রতিশোধ...
১ ঘণ্টা আগেবাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পায়ের গোড়ালির চিকিৎসার জন্য এখন লন্ডনে। তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
২ ঘণ্টা আগেমাত্রই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে দুই বোর্ডের দ্বিপক্ষীয় আয়োজন। সিলেটে প্রথম টেস্টে নতজানু পারফরম্যান্সের পর চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি। তাই নাজমুল হোসেন শান্তদের ভাবতে হচ্ছে টি-টোয়েন্টি...
২ ঘণ্টা আগে