Ajker Patrika

আবারও মুমিনুল বললেন, নিজেকে নিয়ে তিনি চিন্তিত নন

আবারও মুমিনুল বললেন, নিজেকে নিয়ে তিনি চিন্তিত নন

‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।

ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।

ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’ 

টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত