ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দলে ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা চলে সব সময়। নেতৃত্ব থেকে কোচের চাকরি—‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানে সবকিছু নিয়েই থাকে ঘোর অনিশ্চয়তা। গ্যারি কারস্টেন পদত্যাগ করার দেড় মাস পর পাকিস্তানকে বিদায় বললেন জেসন গিলেস্পি।
পাকিস্তানের লাল বলে প্রধান কোচের চাকরি গতকাল ছেড়েছেন গিলেস্পি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। এমন এক সময়ে তিনি পদত্যাগ করেছেন, যখন পাকিস্তান ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামীকাল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবি। আকিব পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন।
গিলেস্পির পদত্যাগের ব্যাপারটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার ব্যাপারটি যে গিলেস্পি মানতে পারেননি, সেটা তো গতকালই স্পষ্ট হয়েছে। কাজের ক্ষেত্রে গিলেস্পি ও নিয়েলসেনের বোঝাপড়া ছিল দুর্দান্ত। এর আগে এ বছরের ১৭ নভেম্বর গিলেস্পির চাকরি ছাড়ার খবর প্রচার করেছিল ক্রিকইনফো। পিসিবি সেটা তৎক্ষণাৎ গুজব বলে উড়িয়ে দিয়েছিল।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে এ বছরের ২৮ অক্টোবর পদত্যাগ করেছিলেন কারস্টেন। ঠিক তার কদিন পরই শুরু হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান ভেঙেছিল ২২ বছরের ডেডলক। ওয়ানডে সিরিজের পরপরই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই করেছিল পাকিস্তানকে।
চলতি বছরের এপ্রিলেই কারস্টেন, গিলেস্পি দুজনকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল পিসিবি। কারস্টেনকে দেওয়া হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব। টেস্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি।
আরও পড়ুন:
পাকিস্তান ক্রিকেট দলে ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা চলে সব সময়। নেতৃত্ব থেকে কোচের চাকরি—‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানে সবকিছু নিয়েই থাকে ঘোর অনিশ্চয়তা। গ্যারি কারস্টেন পদত্যাগ করার দেড় মাস পর পাকিস্তানকে বিদায় বললেন জেসন গিলেস্পি।
পাকিস্তানের লাল বলে প্রধান কোচের চাকরি গতকাল ছেড়েছেন গিলেস্পি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। এমন এক সময়ে তিনি পদত্যাগ করেছেন, যখন পাকিস্তান ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামীকাল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবি। আকিব পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন।
গিলেস্পির পদত্যাগের ব্যাপারটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার ব্যাপারটি যে গিলেস্পি মানতে পারেননি, সেটা তো গতকালই স্পষ্ট হয়েছে। কাজের ক্ষেত্রে গিলেস্পি ও নিয়েলসেনের বোঝাপড়া ছিল দুর্দান্ত। এর আগে এ বছরের ১৭ নভেম্বর গিলেস্পির চাকরি ছাড়ার খবর প্রচার করেছিল ক্রিকইনফো। পিসিবি সেটা তৎক্ষণাৎ গুজব বলে উড়িয়ে দিয়েছিল।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে এ বছরের ২৮ অক্টোবর পদত্যাগ করেছিলেন কারস্টেন। ঠিক তার কদিন পরই শুরু হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান ভেঙেছিল ২২ বছরের ডেডলক। ওয়ানডে সিরিজের পরপরই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই করেছিল পাকিস্তানকে।
চলতি বছরের এপ্রিলেই কারস্টেন, গিলেস্পি দুজনকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল পিসিবি। কারস্টেনকে দেওয়া হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব। টেস্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে