নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতিও, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
সবাইকে নিয়ে উপভোগ্য একটা আসর উপহার দিকে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা। এ দিন সব দলের সুবিধা অসুবিধা শুনেছে বিসিবির কর্তারা। আর তাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবে বোর্ড। ফারুক আহমেদের কথায় এমনটা স্পষ্ট, ‘আমাদের রিটেনশেনর বিষয়টা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটা টিমই থাকত। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। তা ছাড়া বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজিরা এসেছে। আর তাদের সঙ্গে খুব একটা মিটিংও হয়নি। এটাই প্রথম এত বেশি সময় আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। আমরা এমন কিছু করব যাতে সবার জন্যই ভালো হয়। আমরা আসলে এখনই সব করতে পারছি না। কারণ পেমেন্টের বিষয়টা যতক্ষণ না নিশ্চিত না হচ্ছে আমরা বাকি কাজগুলো শতভাগ করতে পারছি না। আশা করছি দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী দুই একটা ফ্র্যাঞ্চাইজি বাকি আছে তারা দ্রুতই পেমেন্টটা করে ফেলবে।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে