পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের ক্ষত শুকানোর আগেই নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে ভারত। ভারতের ভরাডুবির পেছনে বড় কারণ প্রথম ম্যাচে শাহিন আফ্রিদির বিধ্বংসী স্পেলটি, মনে করেন আকিব জাবেদ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার মনে করেন শাহিনের স্পেলে যেভাবে ভারতের টপ অর্ডার ধসে পড়েছিল সেই ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলিরা।
এই ভয় থেকেই দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে বলে ধারণা আকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার জায়গায় ইশান কিষানকে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পাঠায় ভারত। আকিবের মতে এর কারণ শাহিন তাদের মনে একটি ভয় ঢুকিয়েছে, একসঙ্গে দুই ডানহাতি ব্যাটসম্যান ইনিংস শুরু করলে বাঁহাতি বোলারের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না। আকিবের মতে শাহিনের ওই স্পেল পরের ম্যাচে ভারতকে পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য করে।
আকিবের বিবেচনায় রোহিতকে তিন নম্বরে নামিয়ে বড় ভুল করেছে ভারত। কারণ শুরুতে ট্রেন্ট বোল্ট দুই ওভারের বেশি বোলিং করত না। এ প্রসঙ্গে আকিব বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিতকে শুরুতে বসিয়ে না রেখে তাঁকে দিয়ে ইনিংস উদ্বোধন করানো উচিত ছিল। কারণ বোল্ট প্রথমে দুই ওভার করত।’
আকিব মনে করেন ব্যাটিং লাইনআপের পরিবর্তন প্রমাণ করে দলের সিনিয়রদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। যা পুরো দলের ওপর প্রভাব পড়ছে, ‘সবকিছু আত্মবিশ্বাসের ব্যাপার। দলের সেরা ক্রিকেটারের যখন আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায় সেটি দলের অন্যদেরও বার্তা দেয়। তারা যেকোনো শট খেলতেই এখন ভয় পাচ্ছে।’
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের ক্ষত শুকানোর আগেই নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে ভারত। ভারতের ভরাডুবির পেছনে বড় কারণ প্রথম ম্যাচে শাহিন আফ্রিদির বিধ্বংসী স্পেলটি, মনে করেন আকিব জাবেদ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার মনে করেন শাহিনের স্পেলে যেভাবে ভারতের টপ অর্ডার ধসে পড়েছিল সেই ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলিরা।
এই ভয় থেকেই দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে বলে ধারণা আকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার জায়গায় ইশান কিষানকে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পাঠায় ভারত। আকিবের মতে এর কারণ শাহিন তাদের মনে একটি ভয় ঢুকিয়েছে, একসঙ্গে দুই ডানহাতি ব্যাটসম্যান ইনিংস শুরু করলে বাঁহাতি বোলারের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না। আকিবের মতে শাহিনের ওই স্পেল পরের ম্যাচে ভারতকে পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য করে।
আকিবের বিবেচনায় রোহিতকে তিন নম্বরে নামিয়ে বড় ভুল করেছে ভারত। কারণ শুরুতে ট্রেন্ট বোল্ট দুই ওভারের বেশি বোলিং করত না। এ প্রসঙ্গে আকিব বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিতকে শুরুতে বসিয়ে না রেখে তাঁকে দিয়ে ইনিংস উদ্বোধন করানো উচিত ছিল। কারণ বোল্ট প্রথমে দুই ওভার করত।’
আকিব মনে করেন ব্যাটিং লাইনআপের পরিবর্তন প্রমাণ করে দলের সিনিয়রদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। যা পুরো দলের ওপর প্রভাব পড়ছে, ‘সবকিছু আত্মবিশ্বাসের ব্যাপার। দলের সেরা ক্রিকেটারের যখন আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায় সেটি দলের অন্যদেরও বার্তা দেয়। তারা যেকোনো শট খেলতেই এখন ভয় পাচ্ছে।’
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
৪ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
৬ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৬ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
৭ ঘণ্টা আগে