Ajker Patrika

‘গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, সিনিয়রদের সম্মান করে না’

‘গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, সিনিয়রদের সম্মান করে না’

চ্যারিটি টুর্নামেন্টেও নিজেদের রাগটা সংবরণ করতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শ্রীশান্থ। জাতীয় দল থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ নিজেদের পুরোনো রূপটাই যেন দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। 

গতকাল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন গম্ভীর-শ্রীশান্থ। ম্যাচের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ওপেনিংয়ে নামা গম্ভীর পর পর ছক্কা ও চার মারার পর ডট বল খেললে ভারতের সাবেক ব্যাটারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন শ্রীশান্থ। এতে করে ভারতের সাবেক দুই ক্রিকেটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দুজনকে শান্ত করেন।

ম্যাচ শেষে বাদানুবাদের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে গম্ভীরকে খোঁচা মেরেছেন শ্রীশান্থ। সাবেক পেসারের মতে, গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, কখনো সিনিয়রদের সম্মান করে না। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে তা পরিষ্কার করতে চাই। সে এমন একজন যে কোনো কারণ ছাড়াই সতীর্থদের সঙ্গে সব সময় ঝগড়া করে। বীরু (বীরেন্দর শেবাগ) ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই আমাকে একটানা খুব খারাপ কিছু বলে যাচ্ছিল। মিস্টার গম্ভীরের যা বলা উচিত ছিল না।’

গম্ভীর-শ্রীশান্থ দুজনই একাধিকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া করেছেন। সর্বশেষ আইপিএলে তো বিরাট কোহলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। অন্যদিকে বহুবছর আগে বাদানুবাদের এক পর্যায়ে সাবেক সতীর্থ হরভজন সিংয়ের হাতে চড়ও খেয়েছিলেন শ্রীশান্থ।

এলিমিনেটর ম্যাচে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীশান্থের দল গুজরাট জায়ান্টার্স। গম্ভীরের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের ২৩৭ রানের বিপরীতে ২১১ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গম্ভীর। অন্যদিকে ৩৫ রানে ১ উইকেট নেন শ্রীশান্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত