Ajker Patrika

শরীফুলের হাতে ৬ সেলাই, প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা

আপডেট : ০২ জুন ২০২৪, ১৮: ১৯
শরীফুলের হাতে ৬ সেলাই, প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর আরও বড় দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। বোলিং ইনিংসের সময় শেষ ওভারে হাতে চোট পাওয়ায় শরীফুল ইসলামকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। 

শরীফুলের হাতে ছয়টি সেলাই লাগায় এই শঙ্কা জেগেছে। বাংলাদেশি পেসারের হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গতকাল তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ  প্রস্তুতি ম্যাচে শরীফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরীফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

সেখানেই হ্যান্ড সার্জনের সহায়তায় শরীফুলের হাতে সেলাই দেওয়া হয় বলে জানিয়েছেন দেবাশীষ। তিনি বলেছেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে। শরীফুলের গুরুত্বের কথা চিন্তা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যেন নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে।’

গতকাল নাসাউ ক্রিকেটে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটার হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান শরীফুল। চোট পাওয়ার আগে দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি পেসার। ৩.৫ বলে ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাঠে নামার আগে  এখন তাঁকে ফিট হওয়ার চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত