চেন্নাই সুপার কিংসের সামনে আইপিএলে আরেকবার রানার্সআপ হওয়া তখন অনেকটাই নিশ্চিত। ঠিক সেই সময়ই পাশার দান উল্টে দেন রবীন্দ্র জাদেজা। গুজরাট টাইটান্সকে কাঁদিয়ে চেন্নাইয়ের ক্যাবিনেটে আইপিএল শিরোপা এনে দেন জাদেজা। জাদেজার এমন রোমাঞ্চকর ফিনিশিংয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি।
১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে তখন দরকার ১০ রান। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ডাগআউটে যেন ধ্যানে বসেছিলেন। এরপরই শুরু হয় ‘জাদেজা ম্যাজিক’। ওভারের পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন জাদেজা। আর শেষ বলে মোহিতের দেওয়া ফুলটস ফাইন লেগ দিয়ে চার মেরে চেন্নাইকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়। ‘ওস্তাদের মার শেষ রাতে’ এই প্রবাদেরই স্বার্থকতা প্রমাণ করলেন চেন্নাইয়ের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ম্যাচ জয়ের আনন্দে ভাসে পুরো চেন্নাই ডাগআউট। আনন্দে উদ্বেলিত জাদেজা যখন ডাগআউটে আসেন, তখন তাঁকে (জাদেজা) কোলে নিয়েছেন ধোনি। এরপর আর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। আবেগে কেঁদে ফেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক।
শুধু মাঠের বাইরেই নন, গতকাল মাঠেও দেখা গেছে ধোনি-জাদেজার সমন্বয়। জাদেজার বলে গুজরাটের শুভমান গিল শট করতে গেলে তা ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ধোনি ০.১ সেকেন্ডে করেন স্টাম্পিং। এমন স্টাম্পিং নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে বেশ আলোচনা।
চেন্নাই সুপার কিংসের সামনে আইপিএলে আরেকবার রানার্সআপ হওয়া তখন অনেকটাই নিশ্চিত। ঠিক সেই সময়ই পাশার দান উল্টে দেন রবীন্দ্র জাদেজা। গুজরাট টাইটান্সকে কাঁদিয়ে চেন্নাইয়ের ক্যাবিনেটে আইপিএল শিরোপা এনে দেন জাদেজা। জাদেজার এমন রোমাঞ্চকর ফিনিশিংয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি।
১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে তখন দরকার ১০ রান। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ডাগআউটে যেন ধ্যানে বসেছিলেন। এরপরই শুরু হয় ‘জাদেজা ম্যাজিক’। ওভারের পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন জাদেজা। আর শেষ বলে মোহিতের দেওয়া ফুলটস ফাইন লেগ দিয়ে চার মেরে চেন্নাইকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়। ‘ওস্তাদের মার শেষ রাতে’ এই প্রবাদেরই স্বার্থকতা প্রমাণ করলেন চেন্নাইয়ের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ম্যাচ জয়ের আনন্দে ভাসে পুরো চেন্নাই ডাগআউট। আনন্দে উদ্বেলিত জাদেজা যখন ডাগআউটে আসেন, তখন তাঁকে (জাদেজা) কোলে নিয়েছেন ধোনি। এরপর আর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। আবেগে কেঁদে ফেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক।
শুধু মাঠের বাইরেই নন, গতকাল মাঠেও দেখা গেছে ধোনি-জাদেজার সমন্বয়। জাদেজার বলে গুজরাটের শুভমান গিল শট করতে গেলে তা ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ধোনি ০.১ সেকেন্ডে করেন স্টাম্পিং। এমন স্টাম্পিং নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে বেশ আলোচনা।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৭ ঘণ্টা আগে