নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার কথায় বিষয়টা পরিষ্কার। তবে সেটা নিয়ে বেশি পড়ে থাকার সময় কই? আগামীকাল ভোর থেকেই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে। ক্রাইস্টচার্চে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পারফরম্যান্সের গ্রাফ ধরে রাখার সঙ্গে হ্যাগলি ওভালের সবুজ উইকেটও চ্যালেঞ্জের পসরা সাজিয়ে বসে আছে।
তবে কোনো চ্যালেঞ্জের কথা ভাবছেন না আব্দুর রাজ্জাক। দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকা বিসিবির এই নির্বাচক চ্যালেঞ্জ নিতেও চান না, দিতে চান না। নিজেদের সেরা খেলাটা খেলতে চান জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না, দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও সাম্প্রতিক সময়ে টেস্টে খুব একটা ভালো করছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হারতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা বুঝতে পেরেছিলেন খেলোয়াড়েরা। রাজ্জাক বলছেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খেলোয়াড়েরা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স ভালো হয়নি। তাদের বোঝানো হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাকি কাজটা ওরা সুন্দরভাবে করেছে, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’
এখান থেকে পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান রাজ্জাক। দলের সঙ্গে থাকা বিসিবির এই নির্বাচকের কথাই ফুটে উঠল তাসকিন আহমেদের কণ্ঠেও। বাংলাদেশ পেসার বললেন, ‘মানসিকতা ও প্রস্তুতি—সব মিলিয়ে ভালো অবস্থানে আছি আমরা। আমাদের সেরাটা দিয়ে জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন দিয়ে যাবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার কথায় বিষয়টা পরিষ্কার। তবে সেটা নিয়ে বেশি পড়ে থাকার সময় কই? আগামীকাল ভোর থেকেই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে। ক্রাইস্টচার্চে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পারফরম্যান্সের গ্রাফ ধরে রাখার সঙ্গে হ্যাগলি ওভালের সবুজ উইকেটও চ্যালেঞ্জের পসরা সাজিয়ে বসে আছে।
তবে কোনো চ্যালেঞ্জের কথা ভাবছেন না আব্দুর রাজ্জাক। দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকা বিসিবির এই নির্বাচক চ্যালেঞ্জ নিতেও চান না, দিতে চান না। নিজেদের সেরা খেলাটা খেলতে চান জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না, দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও সাম্প্রতিক সময়ে টেস্টে খুব একটা ভালো করছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হারতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা বুঝতে পেরেছিলেন খেলোয়াড়েরা। রাজ্জাক বলছেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খেলোয়াড়েরা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স ভালো হয়নি। তাদের বোঝানো হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাকি কাজটা ওরা সুন্দরভাবে করেছে, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’
এখান থেকে পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান রাজ্জাক। দলের সঙ্গে থাকা বিসিবির এই নির্বাচকের কথাই ফুটে উঠল তাসকিন আহমেদের কণ্ঠেও। বাংলাদেশ পেসার বললেন, ‘মানসিকতা ও প্রস্তুতি—সব মিলিয়ে ভালো অবস্থানে আছি আমরা। আমাদের সেরাটা দিয়ে জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন দিয়ে যাবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে