Ajker Patrika

নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবো, কোহলিকে শোয়েব

নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবো, কোহলিকে শোয়েব

এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু প্রায়শই প্রশ্ন ওঠে তার আগ্রাসন এবং দাম্ভিকতা নিয়ে। কোহলি নিজেকে অনেক বড় ক্রিকেটার ভাবেন বলেও অভিযোগ আছে। তাঁকে ঘিরে সমালোচনা বেড়েই চলছে। যা ভালো লাগছে না পাকিস্তানের কিংবদিন্ত পেসার শোয়েব আখতারের। 

ভারতের সাবেক অধিনায়ককে এখন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার। আজ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘নিজেকে একজন সাধারণ খেলোয়াড় ভাবো, ব্যাট হাতে নাও এবং শুধু খেলো। লোকজন এখন কোহলির দিকে আঙুল তোলা শুরু করেছে। এটা বিপজ্জনক।’ 

টুর্নামেন্টের এবারের আয়োজনে এখনো কোনো ফিফটি পাননি কোহলি। দুটি ম্যাচে অবশ্য হাফ সেঞ্চুরির আভাস নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পাঁচ ইনিংসে ২৬.৭৫ গড়ে ১০৭ রান করেছেন বেঙ্গালুরু তারকা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটারকে রান করার তাড়া দিলেন শোয়েব। অন্যথায় কী পরিণতি হতে পারে সেই বার্তাটাও দিয়ে রাখলেন তিনি। 

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেছেন, ‘এটা পারফরম্যান্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা নয়, এমনকি বিরাট কোহলিও না। যদি সে কিছু করতে না পারে তাহলে বাদ পড়বে। কিছু বিষয় আছে যা আমি এখনই বলতে পারছি না। একটা নয়, তার মাথায় ১০ হাজার কাজ চলছে। সে ভালো মানুষ, ভালো ক্রিকেটার। দুর্দান্ত ক্রিকেটার। আমি তাকে বলব একই সময়ে একটা বিষয়ে নজর দাও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত