এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু প্রায়শই প্রশ্ন ওঠে তার আগ্রাসন এবং দাম্ভিকতা নিয়ে। কোহলি নিজেকে অনেক বড় ক্রিকেটার ভাবেন বলেও অভিযোগ আছে। তাঁকে ঘিরে সমালোচনা বেড়েই চলছে। যা ভালো লাগছে না পাকিস্তানের কিংবদিন্ত পেসার শোয়েব আখতারের।
ভারতের সাবেক অধিনায়ককে এখন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার। আজ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘নিজেকে একজন সাধারণ খেলোয়াড় ভাবো, ব্যাট হাতে নাও এবং শুধু খেলো। লোকজন এখন কোহলির দিকে আঙুল তোলা শুরু করেছে। এটা বিপজ্জনক।’
টুর্নামেন্টের এবারের আয়োজনে এখনো কোনো ফিফটি পাননি কোহলি। দুটি ম্যাচে অবশ্য হাফ সেঞ্চুরির আভাস নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পাঁচ ইনিংসে ২৬.৭৫ গড়ে ১০৭ রান করেছেন বেঙ্গালুরু তারকা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটারকে রান করার তাড়া দিলেন শোয়েব। অন্যথায় কী পরিণতি হতে পারে সেই বার্তাটাও দিয়ে রাখলেন তিনি।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেছেন, ‘এটা পারফরম্যান্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা নয়, এমনকি বিরাট কোহলিও না। যদি সে কিছু করতে না পারে তাহলে বাদ পড়বে। কিছু বিষয় আছে যা আমি এখনই বলতে পারছি না। একটা নয়, তার মাথায় ১০ হাজার কাজ চলছে। সে ভালো মানুষ, ভালো ক্রিকেটার। দুর্দান্ত ক্রিকেটার। আমি তাকে বলব একই সময়ে একটা বিষয়ে নজর দাও।’
এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু প্রায়শই প্রশ্ন ওঠে তার আগ্রাসন এবং দাম্ভিকতা নিয়ে। কোহলি নিজেকে অনেক বড় ক্রিকেটার ভাবেন বলেও অভিযোগ আছে। তাঁকে ঘিরে সমালোচনা বেড়েই চলছে। যা ভালো লাগছে না পাকিস্তানের কিংবদিন্ত পেসার শোয়েব আখতারের।
ভারতের সাবেক অধিনায়ককে এখন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার। আজ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘নিজেকে একজন সাধারণ খেলোয়াড় ভাবো, ব্যাট হাতে নাও এবং শুধু খেলো। লোকজন এখন কোহলির দিকে আঙুল তোলা শুরু করেছে। এটা বিপজ্জনক।’
টুর্নামেন্টের এবারের আয়োজনে এখনো কোনো ফিফটি পাননি কোহলি। দুটি ম্যাচে অবশ্য হাফ সেঞ্চুরির আভাস নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পাঁচ ইনিংসে ২৬.৭৫ গড়ে ১০৭ রান করেছেন বেঙ্গালুরু তারকা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটারকে রান করার তাড়া দিলেন শোয়েব। অন্যথায় কী পরিণতি হতে পারে সেই বার্তাটাও দিয়ে রাখলেন তিনি।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেছেন, ‘এটা পারফরম্যান্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা নয়, এমনকি বিরাট কোহলিও না। যদি সে কিছু করতে না পারে তাহলে বাদ পড়বে। কিছু বিষয় আছে যা আমি এখনই বলতে পারছি না। একটা নয়, তার মাথায় ১০ হাজার কাজ চলছে। সে ভালো মানুষ, ভালো ক্রিকেটার। দুর্দান্ত ক্রিকেটার। আমি তাকে বলব একই সময়ে একটা বিষয়ে নজর দাও।’
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৬ ঘণ্টা আগে