ঘরের মাঠে বিশ্বকাপখরা কাটানোর প্রায় কাছাকাছি ভারত পৌঁছে গিয়েছিল ২০২৩ সালে। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এই এক ম্যাচ বাদ দিলে গত বছর ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে ভারত। নিজেদের ওয়ানডে ইতিহাসে ১ বছরে সর্বোচ্চ জয় ভারতীয় ক্রিকেট দল পেয়েছে গত বছর।
দাপুটে পারফরম্যান্সে আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতীয়দের সংখ্যাই বেশি। মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের তিনজনই ভারতীয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ সেই চার ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। শুবমান গিল, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, মোহাম্মদ শামি—আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গিল সদ্য সমাপ্ত বছরে ২৭ ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন গত বছরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ২০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
আলো ছড়িয়েছেন কোহলি, শামি, মিচেলও। নিজেদের মাঠে ২০২৩ বিশ্বকাপে ভারত যে টানা ১০ ম্যাচ জিতেছে, তাতে দারুণ অবদান রয়েছে কোহলি ও শামির। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে। ২০২৩ বিশ্বকাপেই সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। ভারতের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখান তিনি।
বিশ্বকাপে যে দুই ভারতীয় কোহলি ও শামি দাপট দেখিয়েছেন, তাঁরা স্বাভাবিকভাবেই ২০২৩-এর ওয়ানডেতে পারফরম্যান্সের বিচারে ওপরের সারিতেই থাকবেন। ওয়ানডেতে গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭৭ রান করেন কোহলি। সদ্য সমাপ্ত বছরের সর্বোচ্চ ৬ সেঞ্চুরিও এসেছে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান। রানের হিসেবে তা চতুর্থ সর্বোচ্চ। ৫টি করে সেঞ্চুরি করে গত বছর ওয়ানডেতে সেঞ্চুরিয়ানদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় গিল ও মিচেল।
আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় মনোনয়ন:
শুবমান গিল (ভারত) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭
ঘরের মাঠে বিশ্বকাপখরা কাটানোর প্রায় কাছাকাছি ভারত পৌঁছে গিয়েছিল ২০২৩ সালে। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এই এক ম্যাচ বাদ দিলে গত বছর ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে ভারত। নিজেদের ওয়ানডে ইতিহাসে ১ বছরে সর্বোচ্চ জয় ভারতীয় ক্রিকেট দল পেয়েছে গত বছর।
দাপুটে পারফরম্যান্সে আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতীয়দের সংখ্যাই বেশি। মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের তিনজনই ভারতীয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ সেই চার ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। শুবমান গিল, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, মোহাম্মদ শামি—আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গিল সদ্য সমাপ্ত বছরে ২৭ ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন গত বছরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ২০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
আলো ছড়িয়েছেন কোহলি, শামি, মিচেলও। নিজেদের মাঠে ২০২৩ বিশ্বকাপে ভারত যে টানা ১০ ম্যাচ জিতেছে, তাতে দারুণ অবদান রয়েছে কোহলি ও শামির। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে। ২০২৩ বিশ্বকাপেই সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। ভারতের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখান তিনি।
বিশ্বকাপে যে দুই ভারতীয় কোহলি ও শামি দাপট দেখিয়েছেন, তাঁরা স্বাভাবিকভাবেই ২০২৩-এর ওয়ানডেতে পারফরম্যান্সের বিচারে ওপরের সারিতেই থাকবেন। ওয়ানডেতে গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭৭ রান করেন কোহলি। সদ্য সমাপ্ত বছরের সর্বোচ্চ ৬ সেঞ্চুরিও এসেছে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান। রানের হিসেবে তা চতুর্থ সর্বোচ্চ। ৫টি করে সেঞ্চুরি করে গত বছর ওয়ানডেতে সেঞ্চুরিয়ানদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় গিল ও মিচেল।
আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় মনোনয়ন:
শুবমান গিল (ভারত) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৪ ঘণ্টা আগে