Ajker Patrika

আইসিসির বর্ষসেরার দৌড়ে ভারতের দাপট 

আইসিসির বর্ষসেরার দৌড়ে ভারতের দাপট 

ঘরের মাঠে বিশ্বকাপখরা কাটানোর প্রায় কাছাকাছি ভারত পৌঁছে গিয়েছিল ২০২৩ সালে। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এই এক ম্যাচ বাদ দিলে গত বছর ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে ভারত। নিজেদের ওয়ানডে ইতিহাসে ১ বছরে সর্বোচ্চ জয় ভারতীয় ক্রিকেট দল পেয়েছে গত বছর।

দাপুটে পারফরম্যান্সে আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতীয়দের সংখ্যাই বেশি। মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের তিনজনই ভারতীয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ সেই চার ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। শুবমান গিল, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, মোহাম্মদ শামি—আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গিল সদ্য সমাপ্ত বছরে ২৭ ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন গত বছরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ২০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

আলো ছড়িয়েছেন কোহলি, শামি, মিচেলও। নিজেদের মাঠে ২০২৩ বিশ্বকাপে ভারত যে টানা ১০ ম্যাচ জিতেছে, তাতে দারুণ অবদান রয়েছে কোহলি ও শামির। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে। ২০২৩ বিশ্বকাপেই সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। ভারতের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখান তিনি।

বিশ্বকাপ ক্যারিয়ারে ৫৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।বিশ্বকাপে যে দুই ভারতীয় কোহলি ও শামি দাপট দেখিয়েছেন, তাঁরা স্বাভাবিকভাবেই ২০২৩-এর ওয়ানডেতে পারফরম্যান্সের বিচারে ওপরের সারিতেই থাকবেন। ওয়ানডেতে গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭৭ রান করেন কোহলি। সদ্য সমাপ্ত বছরের সর্বোচ্চ ৬ সেঞ্চুরিও এসেছে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান। রানের হিসেবে তা চতুর্থ সর্বোচ্চ। ৫টি করে সেঞ্চুরি করে গত বছর ওয়ানডেতে সেঞ্চুরিয়ানদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় গিল ও মিচেল।

আইসিসির ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় মনোনয়ন:
শুবমান গিল (ভারত) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১ 
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪ 
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত