Ajker Patrika

ঢাকায় আটকা পড়লেন দক্ষিণ আফ্রিকার ৪ নারী ক্রিকেটারসহ ৫ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৫: ১৭
ঢাকায় আটকা পড়লেন দক্ষিণ আফ্রিকার ৪ নারী ক্রিকেটারসহ ৫ জন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাঁচজন সদস্য। করোনার বিস্তার ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। রওনা দেওয়ার আগে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করাতে হয় তাদের। সেখানে চার ক্রিকেটার ও একজন কর্মকর্তার ফলাফল পজেটিভ আসে। করোনার আক্রান্ত সবাই এখন আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্ত চার ক্রিকেটার হলেন সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি ও রবিন শার্লি। কর্মকর্তা একজন হলেন দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো। যারা করোনা নেগেটিভ হয়েছেন তারা সবাই ১৩ এপ্রিল ভোরে দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ নারী দলের সব ক্রিকেটারের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মেয়েদের সবারই আজ দেশে ফেরার কথা ছিল। তবে তার আগে গতকাল টেস্ট করালে পাঁচ জনের ফল পজিটিভ আসে। বাকিরা ভোরে রওনা করেছেন। এই পাঁচ জন বর্তমানে ঢাকায় আইসোলেশনে আছেন।

মনজুর হোসাইন আরও বলেন, তাদের ফল পজিটিভ আসার কোনো কারণ নেই। এখানে এসে তারা জৈব সুরক্ষা বলয়ীর মধ্যে ছিলেন। এমনকি প্রতি তিন দিন পর পর পরীক্ষা করিয়েছি আমরা। আজ আবার করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ বা পজিটিভ যেটিই আসুক, ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’ 

সিলেটে চারটি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত