Ajker Patrika

রেকর্ড সেঞ্চুরি করে মাসসেরা ফখর 

রেকর্ড সেঞ্চুরি করে মাসসেরা ফখর 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের ফোয়াড়া ছুটিয়েছেন ফখর জামান। একের পর এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ফখর।

গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯০.৭৫ গড়ে ৩৬৩ রান করে হয়েছেন সিরিজসেরা। এপ্রিল মাসে হওয়া প্রথম দুই ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন ফখর। প্রবাথ জয়সুরিয়া ও মার্ক চ্যাপম্যানকে টপকে আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

জয়সুরিয়া ও চ্যাপম্যানও এপ্রিল মাসে দুর্দান্ত খেলেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়েছেন জয়সুরিয়া। দুটো ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। ৭ টেস্টে ৫০ উইকেট নিয়ে টেস্টে স্পিনারদের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তি গড়েন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার। আর চ্যাপম্যান পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজসেরা। ২৯০ গড়ে গড়েছেন ২৯০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি এই সিরিজেই করেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত