সামনে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে পেতে লাইন লাগবে মনে করেন হরভজন সিং।
আগামী নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হতে পারে এবারের আইপিএলের মেগা নিলাম। সবার মনে করছেন সেই নিলামে সবার চোখ থাকবে মুম্বাই ইন্ডিয়ানসের ওপর। গত আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ।
কিন্তু সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি মুম্বাই ও রোহিতের ভক্তরা। গুজরাট টাইটানস ছেড়ে মুম্বাইয়ে ফিরলেও খুশি হতে পারেননি তাঁরা। এমনকি মাঠে এসে হার্দিককে দুয়োধ্বনিও দেন। মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন রোহিত। তাঁর মতো অভিজ্ঞ এক অধিনায়ককে নেতৃত্ব হারাতে দেখে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিলেন সমর্থকেরা। হার্দিকের অধীনে মুম্বাইও গত সংস্করণে পায়নি সাফল্যের দেখা।
তবে এবারের আইপিএল ভিন্ন রকম হতে পারে ভারতীয় অলরাউন্ডারের। ফর্মে ফিরেছেন তিনি। রোহিতের নেতৃত্বে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে জাতীয় দলে এক জার্সিতে খেললেও হয়তো আইপিএলে আর একসঙ্গে দেখা যাবে না দুজনকে। শোনা যাচ্ছে, মুম্বাই রোহিতকে ছেড়ে দেবে। তাঁর সাবেক মুম্বাই সতীর্থ হরভজন মনে করেন, মুম্বাই যদি রোহিতকে না রাখে, তবে নিলামে ৩৭ বছর বয়সী ব্যাটারকে পেতে হুড়োহুড়ি লেগে যাবে।
গতকাল বৃহস্পতিবার হরভজন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তাকে (রোহিত) ধরে রাখে কী রাখে না, সেটা দেখাটা আকর্ষণীয় হবে। তাকে যদি নিলামের পুলে তোলা হয়, তবে কোন দল তার জন্য বিড করবে—সেটা দেখাটা মজার হবে। আমি নিশ্চিত, অনেক দলও এমনভাবে চিন্তা করছে।’
ভারতের সাবেক অফ স্পিনার আরও বলেন, ‘রোহিত শর্মা নেতা ও খেলোয়াড় হিসেবে অসাধারণ। সে পরীক্ষিত ম্যাচ উইনার, ৩৭ বছর বয়সেও। এখনো ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে তার। যদি রোহিত নিলামে উঠে, সে বড় অঙ্কের অর্থ পাবে। তাকে নিলামে দেখাটা উত্তেজনাপূর্ণ হবে।’
সামনে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে পেতে লাইন লাগবে মনে করেন হরভজন সিং।
আগামী নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হতে পারে এবারের আইপিএলের মেগা নিলাম। সবার মনে করছেন সেই নিলামে সবার চোখ থাকবে মুম্বাই ইন্ডিয়ানসের ওপর। গত আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ।
কিন্তু সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি মুম্বাই ও রোহিতের ভক্তরা। গুজরাট টাইটানস ছেড়ে মুম্বাইয়ে ফিরলেও খুশি হতে পারেননি তাঁরা। এমনকি মাঠে এসে হার্দিককে দুয়োধ্বনিও দেন। মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন রোহিত। তাঁর মতো অভিজ্ঞ এক অধিনায়ককে নেতৃত্ব হারাতে দেখে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিলেন সমর্থকেরা। হার্দিকের অধীনে মুম্বাইও গত সংস্করণে পায়নি সাফল্যের দেখা।
তবে এবারের আইপিএল ভিন্ন রকম হতে পারে ভারতীয় অলরাউন্ডারের। ফর্মে ফিরেছেন তিনি। রোহিতের নেতৃত্বে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে জাতীয় দলে এক জার্সিতে খেললেও হয়তো আইপিএলে আর একসঙ্গে দেখা যাবে না দুজনকে। শোনা যাচ্ছে, মুম্বাই রোহিতকে ছেড়ে দেবে। তাঁর সাবেক মুম্বাই সতীর্থ হরভজন মনে করেন, মুম্বাই যদি রোহিতকে না রাখে, তবে নিলামে ৩৭ বছর বয়সী ব্যাটারকে পেতে হুড়োহুড়ি লেগে যাবে।
গতকাল বৃহস্পতিবার হরভজন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তাকে (রোহিত) ধরে রাখে কী রাখে না, সেটা দেখাটা আকর্ষণীয় হবে। তাকে যদি নিলামের পুলে তোলা হয়, তবে কোন দল তার জন্য বিড করবে—সেটা দেখাটা মজার হবে। আমি নিশ্চিত, অনেক দলও এমনভাবে চিন্তা করছে।’
ভারতের সাবেক অফ স্পিনার আরও বলেন, ‘রোহিত শর্মা নেতা ও খেলোয়াড় হিসেবে অসাধারণ। সে পরীক্ষিত ম্যাচ উইনার, ৩৭ বছর বয়সেও। এখনো ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে তার। যদি রোহিত নিলামে উঠে, সে বড় অঙ্কের অর্থ পাবে। তাকে নিলামে দেখাটা উত্তেজনাপূর্ণ হবে।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে