অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরিটা পেয়েছেন বিরাট কোহলি। ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এরপর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটা বিশেষ কারণ ছিল তাঁর।
২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে এটি আবার প্রথম সেঞ্চুরি তাঁর। সেঞ্চুরিটি করেছেন আবার রাজকীয় ঢঙে। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তাঁর তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদ্যাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। আসলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ, সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’
৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড। এ সেঞ্চুরি দিয়ে আবার সব সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। পন্টিংকে ছাড়িয়ে যাবেন এতে সন্দেহ নেই। তবে সবার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। ছন্দ ফিরে পাওয়ায় নিশ্চয়ই তাঁকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কোহলির।
অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরিটা পেয়েছেন বিরাট কোহলি। ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এরপর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটা বিশেষ কারণ ছিল তাঁর।
২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে এটি আবার প্রথম সেঞ্চুরি তাঁর। সেঞ্চুরিটি করেছেন আবার রাজকীয় ঢঙে। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তাঁর তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদ্যাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। আসলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ, সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’
৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড। এ সেঞ্চুরি দিয়ে আবার সব সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। পন্টিংকে ছাড়িয়ে যাবেন এতে সন্দেহ নেই। তবে সবার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। ছন্দ ফিরে পাওয়ায় নিশ্চয়ই তাঁকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কোহলির।
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৪ ঘণ্টা আগে