Ajker Patrika

সেঞ্চুরির পর আংটিতে কেন চুমু খেয়েছিলেন কোহলি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৬
সেঞ্চুরির পর আংটিতে কেন চুমু খেয়েছিলেন কোহলি

অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরিটা পেয়েছেন বিরাট কোহলি। ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এরপর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটা বিশেষ কারণ ছিল তাঁর।

২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে এটি আবার প্রথম সেঞ্চুরি তাঁর। সেঞ্চুরিটি করেছেন আবার রাজকীয় ঢঙে। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তাঁর তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদ্‌যাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। আসলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ, সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’

৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড। এ সেঞ্চুরি দিয়ে আবার সব সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। পন্টিংকে ছাড়িয়ে যাবেন এতে সন্দেহ নেই। তবে সবার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। ছন্দ ফিরে পাওয়ায় নিশ্চয়ই তাঁকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কোহলির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত