মুলতানে দ্বিতীয় টেস্টে সাজিদ খান আর নোমান আলীর স্পিনে মার খেয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’। ইংলিশদের ২০ উইকেটের সব কটিই ভাগাভাগি করেছিলেন স্বাগতিক দুই স্পিনার। তৃতীয় টেস্ট পরিবর্তিত ভেন্যু রাওয়ালপিন্ডিতে হলেও সফরকারী ব্যাটারদের ওপর সাজিদ-নোমানের দুর্বোধ্য ঘূর্ণির আধিপত্য চলমান। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছে ২৬৭ রান।
শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের পেছনে স্পিনার লেলিয়ে দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ ইংল্যান্ড ইনিংসের প্রথম ৪২ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। তাতে সফলও স্বাগতিকেরা। স্কোরবোর্ড রানের তিন অঙ্ক ছোঁয়ার আগেই একে একে আউট হন জ্যাক ক্রলি (২৯), ওলি পোপ (৩), জো রুট (৫), বেন ডাকেট (৫২) ও হ্যারি ব্রুক (৫)। বাজবল যুগে আগে ব্যাটিং নিয়ে এই প্রথম ১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেটে খোয়াল ইংল্যান্ড।
৯৮ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশদের স্কোর ২০০ ছাড়াবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসন-জেমি স্মিথ ১০৫ রানের জুটি গড়ে সে সংশয় দূর করেন। পরিবর্তিত স্পিনার জাহিদ মাহমুদের শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে স্মিথ। ওপেনার ডাকেট করেন ৫২। স্মিথ ছাড়া বাকি সব উইকেট ভাগাভাগি করেছেন সাজিদ-নোমান। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছেন সাজিদ, ৮৮ রানে ৩ উইকেট নোমানের।
প্রথম ইনিংস শুরু করে দিনের খেলা শেষের আগে ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক (১৪), সাইম আইয়ুব (১৯) ও কামরান গুলামকে (৩) হারিয়ে ৭৩ রান তুলেছে পাকিস্তান। দিন শেষে ১৯৪ রানে পিছিয়ে তারা।
মুলতানে দ্বিতীয় টেস্টে সাজিদ খান আর নোমান আলীর স্পিনে মার খেয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’। ইংলিশদের ২০ উইকেটের সব কটিই ভাগাভাগি করেছিলেন স্বাগতিক দুই স্পিনার। তৃতীয় টেস্ট পরিবর্তিত ভেন্যু রাওয়ালপিন্ডিতে হলেও সফরকারী ব্যাটারদের ওপর সাজিদ-নোমানের দুর্বোধ্য ঘূর্ণির আধিপত্য চলমান। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছে ২৬৭ রান।
শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের পেছনে স্পিনার লেলিয়ে দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ ইংল্যান্ড ইনিংসের প্রথম ৪২ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। তাতে সফলও স্বাগতিকেরা। স্কোরবোর্ড রানের তিন অঙ্ক ছোঁয়ার আগেই একে একে আউট হন জ্যাক ক্রলি (২৯), ওলি পোপ (৩), জো রুট (৫), বেন ডাকেট (৫২) ও হ্যারি ব্রুক (৫)। বাজবল যুগে আগে ব্যাটিং নিয়ে এই প্রথম ১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেটে খোয়াল ইংল্যান্ড।
৯৮ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশদের স্কোর ২০০ ছাড়াবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসন-জেমি স্মিথ ১০৫ রানের জুটি গড়ে সে সংশয় দূর করেন। পরিবর্তিত স্পিনার জাহিদ মাহমুদের শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে স্মিথ। ওপেনার ডাকেট করেন ৫২। স্মিথ ছাড়া বাকি সব উইকেট ভাগাভাগি করেছেন সাজিদ-নোমান। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছেন সাজিদ, ৮৮ রানে ৩ উইকেট নোমানের।
প্রথম ইনিংস শুরু করে দিনের খেলা শেষের আগে ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক (১৪), সাইম আইয়ুব (১৯) ও কামরান গুলামকে (৩) হারিয়ে ৭৩ রান তুলেছে পাকিস্তান। দিন শেষে ১৯৪ রানে পিছিয়ে তারা।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে