Ajker Patrika

বাংলাদেশের পেস বোলিং কোচের বিদায়ে তামিমের ভাইয়ের আবেগী পোস্ট

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের পেস বোলিং কোচের বিদায়ে নাফিস ইকবাল খানের আবেগী বার্তা। ছবি: ফেসবুক
বাংলাদেশের পেস বোলিং কোচের বিদায়ে নাফিস ইকবাল খানের আবেগী বার্তা। ছবি: ফেসবুক

শন টেইট এলেন, আন্দ্রে অ্যাডামস গেলেন। বাংলাদেশের পেস বোলিং কোচের পরিবর্তনটা হয়েছে এভাবেই। যে অ্যাডামস বিদায় নিয়েছেন, তাঁকে নিয়ে আজ সামাজিক মাধ্যমে আবেগি বার্তা দিয়েছেন নাফিস ইকবাল খান।

অ্যাডামসের বিদায়ের দিনে শুক্রবার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা একসঙ্গে ছবি তুলেছেন। সেখানে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন ও বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস। অ্যাডামসের সঙ্গে এক ফ্রেমে থাকা সবার ছবি আজ নাফিস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তামিম ইকবালের ভাই ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের পেস বোলিং কোচকে বিদায়। বাংলাদেশ ক্রিকেটে যে অবদান রেখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা।’

টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। কোচিং ক্যারিয়ার টেইটের জন্য একেবারে নতুন কিছু নয়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন তিনি।

২০২৪-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন অ্যাডামস। এ বছরের মে মাস পর্যন্ত নিউজিল্যান্ডের এই পেসার ছিলেন কোচের দায়িত্বে। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে ১ টেস্ট, ৪২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচে ৬২ উইকেট নিয়েছেন অ্যাডামস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত